Advertisement
Advertisement

সৌরভকে জিজ্ঞাসা করুন আমার সঙ্গে কী সমস্যা: শাস্ত্রী

আঠারো মাস টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন৷ পারফরম্যান্স যে খুব খারাপ ছিল তেমন নয়৷ বরং বিদেশে সিরিজ জেতা গিয়েছে৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ৷

Ravi Shastri speaks about the decision of Sourav Ganguly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 8:58 pm
  • Updated:July 8, 2022 12:40 pm  

স্টাফ রিপোর্টার: ক’দিন আগেই সৌরভ নিয়ে তোপ দেগেছিলেন রবি শাস্ত্রী৷ তাঁর বক্তব্য ছিল, কোচ নির্বাচনের বৈঠকে ছিলেন না সৌরভ৷ এবার আবারও ওই এক প্রসঙ্গ৷ রবি জানিয়ে দিলেন, সৌরভকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমার সঙ্গে কী শক্রুতা৷

বারবার ওই একই প্রশ্ন উঠছে৷ বেশ বিরক্ত শাস্ত্রী৷ এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “এর আগেও আমি ওই একই কথা বলেছি৷ এবারও সেটাই বলব৷ সৌরভ সেদিন ছিল না৷ আর আমাকে কেন জিজ্ঞাসা করছেন? যান গিয়ে সৌরভকে জিজ্ঞাসা করুন যে আমার সঙ্গে কী সমস্যা৷” আশা করেছিলেন কোচের দায়িত্বে তিনি থাকবেন৷ কিন্তু শেষমেশ সেটা আর হয়নি৷ প্রথম দিন খারাপ লেগেছিল৷ কিন্তু এখন নিজেকে সামলে নিয়েছেন৷ “একটু হতাশ হয়েছিলাম৷ তবে সেটা একদিন৷ এখন নিজেকে সামলে নিয়েছি৷” আঠারো মাস টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন৷ পারফরম্যান্স যে খুব খারাপ ছিল তেমন নয়৷ বরং বিদেশে সিরিজ জেতা গিয়েছে৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ৷ “যত দিন দায়িত্বে ছিলাম, দল স্বপ্নের দৌড়ে ছিল৷ টেস্টে এক নম্বর হওয়া থেকে শুরু করে একদিন, টি-২০, সসবেতেই ভাল ক্রিকেট খেলেছি৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়েও আমাদের দল ভাল পারফরম্যান্স করেছে৷ আমাদের বোলিংয়ে একটু উন্নতি করতে হত৷ অনিল কুম্বলে কোচ হওয়ার পর আশা করি সেই সমস্যা মিটবে৷” বক্তব্য রবির৷

Advertisement

কিন্তু পারফরম্যান্স ভাল হওয়া সত্ত্বেও বোর্ড চুক্তির মেয়াদ বাড়াল না কেন? এবার বেশ উত্তেজিত দেখাল শাস্ত্রীকে, “কোচ কে হবে, সেটা আমার মাথাব্যথা নয়৷ বোর্ড ঠিক করবে৷ আমার কাজ ছিল দলকে ভালভাবে চালানো৷ আমি বলতে পারি, সেটা করতে পেরেছি৷ এই মুহূর্তে সব ফরম্যাটে বিশ্বের প্রথম দু’টো দলের মধ্যে ভারত চলে আসবে৷ তাহলে? তবে একটা কথা বলতে পারি, কারও উপর আমার কোনও রাগ নেই৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement