Advertisement
Advertisement

Breaking News

আইসিসি থেকে পদত্যাগ শাস্ত্রীর

সংবাদ মাধ্যমের রিপোর্ট যদিও বলছে, অনিল কুম্বলে কোচ হওয়ার সঙ্গে শাস্ত্রীর ইস্তফার কোনও সম্পর্ক নেই৷ তিনি যে আর আইসিসি-র কমিটিতে থাকতে চান না, সেকথা শাস্ত্রী নাকি আগেই আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে জানিয়েছিলেন৷

Ravi Shastri resigns from ICC committee of which Anil Kumble is chairman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2016 6:07 pm
  • Updated:June 19, 2019 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় কোচ হতে না পারার জ্বালাটা যেন কিছুতেই ভুলতে পারছেন রবি শাস্ত্রী৷ মুখে তিনি যতই বলুন, নিজেকে সামলে নিয়েছেন, তাঁর কাজ-কর্ম কিন্তু অন্য কথা বলছে৷ কেন? কারণ এবার আইসিসি-র কমিটির থেকে ইস্তফা দিলেন শাস্ত্রী৷ যে কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অনিল কুম্বলের সঙ্গে কাজ করতে চান না বলেই কি এমন সিদ্ধান্ত?

সংবাদ মাধ্যমের রিপোর্ট যদিও বলছে, অনিল কুম্বলে কোচ হওয়ার সঙ্গে শাস্ত্রীর ইস্তফার কোনও সম্পর্ক নেই৷ তিনি যে আর আইসিসি-র কমিটিতে থাকতে চান না, সেকথা শাস্ত্রী নাকি আগেই আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে জানিয়েছিলেন৷ নতুন কোনও মুখকে জায়গা করে দিতেই কমিটি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার৷ এমনকী জুনের প্রথম সপ্তাহে আইসিসি কমিটির বৈঠকেও তিনি ছিলেন না৷ শোনা যাচ্ছে, বৈঠকের আগেই নাকি পদত্যাগ করে দিয়েছিলেন তিনি৷ তবে ক্রিকেটমহলের একাংশ মনে করছে, কমিটিতে থাকার অর্থ কুম্বলের সঙ্গে কাজ করা৷ যা শাস্ত্রী করতে চান না৷ সেই কারণেই হয়তো এমন সিদ্ধান্ত৷ শাস্ত্রীর পদত্যাগের কথা অবশ্য সরকারিভাবে এখনও ঘোষণা করেনি আইসিসি৷

Advertisement

কোচ বাছাই নিয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন রবি শাস্ত্রী৷ তাঁকে টিম ইন্ডিয়ার কোচ না করার জন্য পরোক্ষভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘাড়ে দোষ চাপিয়েছেন৷ যা নিয়ে ক্রিকেটমহলে তোলপাড় হয়েছে৷ শাস্ত্রীর এই সিদ্ধান্ত ফের কোচ বাছাইয়ের ইস্যুকেই উসকে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement