Advertisement
Advertisement
East Bengal

রতন টাটাকে ‘ভারত গৌরব’ সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল

আগামী বছর 'ভারত গৌরব' সম্মানের জন্য নীতা আম্বানির কথা ভাবছে ইস্টবেঙ্গল।

Ratan Tata to be awarded Bharat Gaurav from East Bengal । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 27, 2023 6:31 pm
  • Updated:July 27, 2023 7:15 pm  

দুলাল দে: এবছর ইস্টবেঙ্গল (East Bengal) ‘ভারত গৌরব’ সম্মান প্রদান করছে বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata)। শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য পারফরম্যান্স নয়, যাঁরা না থাকলে খেলোয়াড় তৈরি হত না, খেলাধুলোর উন্নতি বিধান সম্ভব হত না, তাঁদের সারাজীবনের প্রচেষ্টা, প্রয়াসকে কুর্নিশ জানায় ইস্টবেঙ্গল ক্লাব। মূলত সেই কারণেই এবার ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে শ্রদ্ধেয় রতন টাটাকে। 

ভারতীয় ফুটবলে, ভারতের খেলাধুলোয় রতন টাটার ভূমিকা অনস্বীকার্য। ভারতীয় ফুটবলে ২৫৬ জনের বেশি ফুটবল উপহার দিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে  ইস্টবেঙ্গলে এসেছেন বহু ফুটবলার। ফুটবলার তৈরির আঁতুড়ঘর টাটা ফুটবল অ্যাকাডেমি। এখান থেকেই ভবিষ্যতের ফুটবলার তৈরি হতো এখনও সেই সাধনায় ব্রতী। অন্যান্য খেলাধুলোতেও রতন টাটার অবদান অনস্বীকার্য। সেই সব কথা স্মরণে রেখেই বিশিষ্ট শিল্পপতি রতন টাটার হাতে ‘ভারত গৌরব’ সম্মান তুলে দেবে বলে স্থির করেছে ইস্টবেঙ্গল। 

Advertisement

প্রথাগত রীতি মেনে প্রতিবছরের মতো এবছর ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবস। 

[আরও পড়ুন: টেস্টের পর সীমিত ওভার, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক মুকেশ কুমারের]

 

তবে রতন টাটার শারীরিক অবস্থা ভাল নয়। তাঁর পক্ষে ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে এই সম্মান নেওয়া সম্ভব নয়। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এই সম্মান নেওয়ার জন্য সম্মত হয়েছেন। তাঁর প্রতিনিধিও উপস্থিত হয়ে এই সম্মান গ্রহণ করতে পারেন। অথবা ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস ১ আগস্টের পরে লাল-হলুদ কর্তারা রতন টাটার হাতে তুলে দেবেন এই সম্মান। 

আগামী বছর ভারত গৌরব সম্মানের জন্য নীতা আম্বানির কথা ভাবছে ইস্টবেঙ্গল।  নীতা আম্বানি সম্মত হলে তাঁকেই দেওয়া হবে ‘ভারত গৌরব’ সম্মান। নয়তো অন্য কারওর কথা ভাবা হবে এই সম্মানের জন্য। 

[আরও পড়ুন: হার্টের অসুখকে অস্ত্র করে সুজয়কৃষ্ণের জামিনের আরজি, পালটা কী বলল ইডি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement