Advertisement
Advertisement

Breaking News

Ramiz Raja Babar Azam

‘ওকে বিয়ে করতে চাই’, বাবরকে নিয়ে উচ্ছ্বসিত রামিজ

কেন একথা বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার?

Ramiz Raja praises high on Babar Azam । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 9, 2023 3:48 pm
  • Updated:August 9, 2023 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ব্যাটিং আইকন বাবর আজমের (Babar Azam) প্রশংসায় প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা (Ramiz Raja)। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পরিচিত তিনি। এবার বাবরের অগ্রজ রসিকতা করে বললেন, তিনি বিয়ে করতে চান বাবর আজমকে।

লঙ্কা প্রিমিয়ার লিগে ঝলসে ওঠে পাক তারকার ব্যাট। ৫৯ বলে ১০৪ রান করেন বাবর। তাঁর ইনিংসে সাজানো ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন পাক তারকা। বাবরের চওড়া ব্যাটে ভর করে কলম্বো স্ট্রাইকার্স ৭ উইকেটে হারিয়েছে গল টাইটান্সকে।

Advertisement

 [আরও পড়ুন: ‘ধোনির দল কিন্তু ভাল ছিল’, চাপে থাকা রোহিতের পাশে যুবি]

 

বাবরের দুরন্ত ব্যাটিং সমৃদ্ধ করেছে ক্রিকেট পিপাসুদের। তার উপরে ধারাভাষ্যকার রামিজ রাজা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাবরের ইনিংসের। লাইভ ধারাভাষ্যে রাজাকে বলতে শোনা গিয়েছে, ”এই পঞ্চাশ নিরাপত্তা, ক্লাস এবং কোয়ালিটির পরিচয় বহন করে। ধৈর্যশীল ইনিংস। এই পরিস্থিতিতে বাবর আজম নির্ভরতা জোগাতে পারে। ইনিংসকে গভীরতা দিতে পারে। আমি ওকে খুব ভালবাসি। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতেও রাজি।” 

 

 [আরও পড়ুন: Mohun Bagan: এএফসি কাপের প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement