Advertisement
Advertisement

Breaking News

সম্মান অর্জন করতে চান, তাই সাম্মানিক ডক্টরেট ফিরিয়ে দিলেন দ্রাবিড়

তিনি ছাড়া একাজ আর কেই বা করতে পারতেন?

Rahul Dravid declines Bangalore University’s Honorary Doctrate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 4:44 am
  • Updated:January 26, 2017 4:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল অনেকেই হয়েছেন৷ রেকর্ড গড়েছেন অনেকে, ভেঙেছেন অনেকে৷ কেউবা হয়েছেন কিংবদন্তি৷ কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের ‘দেওয়াল’ হওয়ার ক্ষমতা একজনেরই ছিল, আর একজনেরই এখনও পর্যন্ত আছে৷ এখনও পর্যন্ত কোনও ক্রিকেট সচেতন মানুষ জোর দিয়ে বলতে পারেন না, সেই শূন্যস্থান পূরণ হয়েছে৷ কারণ সেই দেওয়ালে খোদাই করা একটিই নাম৷ রাহুল শরদ দ্রাবিড়৷ ভারতীয় ক্রিকেটের ‘জেন্টলম্যান’৷ খেলা ছাড়ার পরও সেই ধারাই অব্যাহত রেখেছেন তিনি৷ তাইতো বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেটও হেলায় ফিরিয়ে দিতে পারেন তিনি৷

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু

Advertisement

২৭ জানুয়ারি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ৫২তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা৷ সেখানেই প্রাক্তন ক্রিকেটারকে সাম্মানিক ডক্টরেট দেবে ঠিক করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ চিঠি মারফত সেই ইচ্ছের কথা রাহুলকে জানানো হয়েছিল৷ কিন্তু ভারতীয় ক্রিকেটের জেন্টলম্যান জানিয়ে দেন, এই সম্মান তিনি নিতে পারবেন না কারণ তা তিনি উপার্জন করেননি৷ গবেষণা-পড়াশোনা করে যেদিন এই সম্মানের প্রকৃত অধিকারী হবেন, সে’দিন এই সম্মান গ্রহণ করবেন তিনি৷

সাম্মানিক এই ডক্টরেটের জন্য মোট তিন জনের নাম মনোনীত করা হয়েছিল৷ যার মধ্যে থেকে রাহুল দ্রাবিড়ের নাম নির্বাচিত করা হয়েছিল৷ রাহুলের প্রত্যাখ্যানের কথা স্বীকার করে নিলেও বাকি দুই মনোনীত ব্যক্তির বিষয়ে জানাতে অস্বীকার করেছে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

অন্য কায়দায় ধোনির গুণগান গাইল শেহবাগ পুত্র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement