সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল অনেকেই হয়েছেন৷ রেকর্ড গড়েছেন অনেকে, ভেঙেছেন অনেকে৷ কেউবা হয়েছেন কিংবদন্তি৷ কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের ‘দেওয়াল’ হওয়ার ক্ষমতা একজনেরই ছিল, আর একজনেরই এখনও পর্যন্ত আছে৷ এখনও পর্যন্ত কোনও ক্রিকেট সচেতন মানুষ জোর দিয়ে বলতে পারেন না, সেই শূন্যস্থান পূরণ হয়েছে৷ কারণ সেই দেওয়ালে খোদাই করা একটিই নাম৷ রাহুল শরদ দ্রাবিড়৷ ভারতীয় ক্রিকেটের ‘জেন্টলম্যান’৷ খেলা ছাড়ার পরও সেই ধারাই অব্যাহত রেখেছেন তিনি৷ তাইতো বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেটও হেলায় ফিরিয়ে দিতে পারেন তিনি৷
পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু
২৭ জানুয়ারি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ৫২তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা৷ সেখানেই প্রাক্তন ক্রিকেটারকে সাম্মানিক ডক্টরেট দেবে ঠিক করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ চিঠি মারফত সেই ইচ্ছের কথা রাহুলকে জানানো হয়েছিল৷ কিন্তু ভারতীয় ক্রিকেটের জেন্টলম্যান জানিয়ে দেন, এই সম্মান তিনি নিতে পারবেন না কারণ তা তিনি উপার্জন করেননি৷ গবেষণা-পড়াশোনা করে যেদিন এই সম্মানের প্রকৃত অধিকারী হবেন, সে’দিন এই সম্মান গ্রহণ করবেন তিনি৷
Rahul Dravid declines Bangalore University Hon. degree, says would like to earn doctrate by accomplishing some academic research in sport pic.twitter.com/pP3xqo7EYz
— ANI (@ANI_news) January 25, 2017
সাম্মানিক এই ডক্টরেটের জন্য মোট তিন জনের নাম মনোনীত করা হয়েছিল৷ যার মধ্যে থেকে রাহুল দ্রাবিড়ের নাম নির্বাচিত করা হয়েছিল৷ রাহুলের প্রত্যাখ্যানের কথা স্বীকার করে নিলেও বাকি দুই মনোনীত ব্যক্তির বিষয়ে জানাতে অস্বীকার করেছে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
অন্য কায়দায় ধোনির গুণগান গাইল শেহবাগ পুত্র
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.