Advertisement
Advertisement

Breaking News

Rahul Dravid

আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়, নতুন কোচ হিসেবে যাবেন কে?

ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই আয়ারল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া।

Rahul Dravid and staff to be rested for Ireland tour । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 17, 2023 4:11 pm
  • Updated:July 17, 2023 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই আয়ারল্যান্ডে যাবে ভারতীয় দল। সেই সফরে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারাস মাম্বরেকে বিশ্রাম দেওয়া হতে পারে। একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরে দ্রাবিড় ও তাঁর কোচিং স্টাফ বিশ্রাম নেবে।

দেশে ফিরে আসবেন তাঁরা। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ আয়ারল্যান্ড সফরে কোচ হিসেবে কাজ করবেন। প্রতিবেদন অুযায়ী, ব্যাটিং ও বোলিং কোচ বেছে নেওয়া হবে সীতাংশু কোটাক-হৃষিকেশ কানিতকরের মধ্যে থেকে। বোলিং কোচ হিসেবে লড়াই ট্রয় কুলি এবং সাইরাজ বাহুতুলের মধ্যে। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও বিশ্রাম দেওয়া হতে পারে আয়ারল্যান্ড সফরে। অর্থাৎ তারকা ক্রিকেটারদের সঙ্গে দ্রাবিড় ও তাঁর কোচিং স্টাফদেরও বিশ্রাম দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: এশিয়াডে ভারতকে ফুটবল খেলার সুযোগ করে দিন, মোদিকে আরজি কোচ ইগর স্টিমাচের]

 

গত বছরও আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কোচ ছিলেন লক্ষ্মণ। দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া।

এশিয়া কাপের আগেই প্রত্যাবর্তন ঘটতে পারে বুমরাহর। আয়ারল্যান্ড সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল।যদিও এখনও বুমরাহর ব্যাপারে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এনসিএতে বেশ ভাল বোলিং করছেন বুমরাহ, তাই এশিয়া কাপের আগেই বুমরাহকে ম্যাচ প্র্যাকটিস দিতে চাইছে বোর্ড। চলতি বছরেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে দেশের সেরা বোলিং অস্ত্রকে দেখে নিতে চায় ভারতীয় বোর্ড।

[আরও পড়ুন: আল নাসেরে পর্তুগিজ তারকাকে পাশে চান রোনাল্ডো? বিতর্ক হতেই CR 7 বললেন, ‘আমি এজেন্ট নই’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement