সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবার ৫২ তম জন্মদিন পালন করলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। সাড়ম্বরে কেকও কেটেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরেক পাক কিংবদন্তি ওয়াকার ইউনিস এবং রামিজ রাজা। কিন্তু ৫২ তম জন্মদিনটি মোটেই সুখকর হল না আক্রমের জন্য। তুচ্ছ কারণে নেটদুনিয়ার রোষের মুখে পড়লেন তিন প্রাক্তন পাক তারকা।
প্রাক্তন সতীর্থদের কেক কাটার ছবি ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের নেটিজেনদের একাংশের দাবি, রমজান মাসে কেক কেটে সমর্থকদের উদ্দেশ্য ভুল বার্তা দিচ্ছেন তাঁরা। উপবাস না করলেও রমজান মাসের প্রতি আরও শ্রদ্ধা দেখানো উচিত ছিল ওয়াকার, আক্রমদের। একের পর এক ট্যুইটে তাঁদের বিদ্ধ করতে থাকেন মুসলিম সমর্থকদের একাংশ।
While Pakistan’s misery continued onfield the press box celebrated @wasimakramlive birthday! Lots of 🎂 A very happy birthday to a living legend..#ENGvPak pic.twitter.com/V7Vr3rDFnN
— zainab abbas (@ZAbbasOfficial) 3 June 2018
aren’t you guys are fasting.such a shame if you don’t do fast it’s on you but at least you should do respect.this celebration could be done after iftar.shame shame shame
— Zeeshan Haider (@Zeeshan30639671) 3 June 2018
Mashallah They r just showing that how much the respect the holy month of Ramadan .. Shame. none of them is fasting .. #a_big_shame
— Afaq Elahi (@AfaqElahi5) 3 June 2018
কার্যত বাধ্য হয়ে ক্ষমা চাইতে হল ওয়াকার ইউনুসকে। গতকাল একটি ট্যুইট করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। আমাদের উচিত ছিল রমজান মাসকে আরও মর্যাদা দেওয়া, যাঁরা উপবাস করছেন তাদের শ্রদ্ধা জানানো। আমাদের আরও সংযত হওয়া উচিত ছিল।
Apologise to everyone for cutting cake on Waseem Bhai’s birthday yesterday..We should have respected Ramadan and the people who were fasting 🙏🙏. It was a poor act on our behalf #SORRY
— Waqar Younis (@waqyounis99) 4 June 2018
নেটিজেনদের এই আচরণকে অবশ্য সমর্থন করছেন না অনেকেই। তাঁদের মতে রমজান মাসে উপবাস করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় কেক কাটার ছবি পোস্ট করে আক্রমরা কোনও ভুল করেননি বলেও মত একাংশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.