Advertisement
Advertisement

বিরাটকে গালিগালাজ, অজি সমর্থকদের সতর্ক করল ক্রিকেট অস্ট্রেলিয়া

ডনের দেশেই কলঙ্কিত হল 'জেন্টলম্যানস গেম'।

Racist remarks against Team India
Published by: Sulaya Singha
  • Posted:December 28, 2018 5:54 pm
  • Updated:December 28, 2018 5:54 pm  

দেবাশিস সেন, মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের বিধ্বংসী পারফরম্যান্স যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অজি সমর্থকরা। অ্যাডিলেডে জয় চার টেস্টের শুরু করেছিল ভারত। মেলবোর্নেও অ্যাডভান্টেজে কোহলি অ্যান্ড কোং। আদতে নিজেদের ক্রিকেটপ্রেমী বললেও বিপক্ষ দলের ক্রিকেটারদের ন্যূনতম সম্মানটুকু দিতে জানেন না অনেক অজি সমর্থকই। তাই তো গ্যালারিতে বসে বিরাট কোহলি-সহ গোটা টিম ইন্ডিয়াকে নোংরা গালিগালাজ দিতে ছাড়লেন না অজি ভক্তরা। তাঁদের এমন কাণ্ডকারখানায় ডনের দেশেই কলঙ্কিত হল ‘জেন্টলম্যানস গেম’।

[মেলবোর্ন টেস্টে জয়ের হাতছানি, বড় চ্যালেঞ্জ ভারতীয় বোলারদের সামনে]

পারথ টেস্ট থেকেই বিরাট-পেইন কিংবা জাদেজা-ইশান্ত ইস্যুতে উত্তপ্ত বাইশ গজ। কখনও অতিরিক্ত আগ্রাসনের জন্য সমালোচিত হচ্ছেন কোহলি তো কখনও তরুণ ময়ঙ্ক আগরওয়ালকে বিদ্রুপ করছেন প্রাক্তন অজি তারকারা। এবার অস্ট্রেলিয়ার সমর্থকদের রোষের মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে। বক্সিং ডে টেস্টের প্রথম দু’দিন ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত ভারতের সমর্থকদের অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় বিপক্ষ দলের ভক্তরা। এমনকী বর্ণবিদ্বেষমূলক মন্তব্যও করা হয় বলে অভিযোগ। “তোমাদের ভিসা দেখাও”, বলে ভারতীয় সমর্থকদের উদ্দেশে চিৎকার করা হয়। কিন্তু অধিনায়ক কোহলিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাতেই ধৈর্যের বাঁধ ভাঙে ভারতীয় সমর্থকদের। অজি ভক্তদের এসব কুকীর্তি ক্যামেরাবন্দি করে তা পাঠিয়ে দেওয়া হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। তারপরই অজি সমর্থকদের সতর্ক করে অজি বোর্ড। খেলার মাঠে হিংসা ছড়ায়, এমন সব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে আয়োজক দেশের সমর্থকদের।

Advertisement

[নেরোকার কাছে হেরে লিগ জয় আরও কঠিন হয়ে গেল মোহনবাগানের]

ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশাপাশি ওই ফুটেজ ভিক্টোরিয়া পুলিশ এবং স্টেডিয়াম কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, গ্যালারিতে বিশেষ নজর রাখছে ভিক্টোরিয়া পুলিশ এবং স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা। প্রবেশ পথেই প্রত্যেককে আলাদা করে সতর্ক করা হচ্ছে। তবে এই প্রথমবার নয়। ২০০৫ সালেও বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার আন্দ্রে নেলকে অজি সমর্থকদের কটাক্ষ হজম করতে হয়েছিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement