সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের সাফল্য সবসময় মা-বাবার মুখে হাসি ফোটায়৷ তাদের গর্বের কারণ হয়৷ এ গর্ব বাকি পৃথিবীর সঙ্গে শেয়ার করতে কে না চায়? সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, কেউই এ ভাললাগা শেয়ার করতে কার্পণ্য করেন না৷ এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন অভিনেতা আর মাধবন৷ থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০১৮-এ ব্রোঞ্জ জিতে নিয়েছে মাধবন-পুত্র বেদান্ত৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করে এ কথা জানালেন গর্বিত অভিনেতা৷
[‘চোখ মারা ইসলাম বিরুদ্ধ’, প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপ্রিম কোর্টে]
সেনায় যোগ দিতে চেয়েছিলেন৷ কিন্তু বাবা-মায়ের চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হন৷ পরে ভাল বক্তা হিসেবে সুনাম হয়৷ সেই সূত্রেই মডেলিং ও অভিনয়ের সূত্রপাত৷ প্রথম ছবি হিন্দি হলেও দক্ষিণী সিনেমার জগতই প্রথম পরিচিতি দেয় মাধবনকে৷ তবে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’র মাধ্যমে বলিউডেও নিজের জায়গা তৈরি করে নেন অভিনেতা৷ ছবি কম করেছেন৷ তবে চকোলেট বয় ইমেজ ছেড়ে পোড় খাওয়া অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ অভিনয়ে আসার আগেই অবশ্য বিয়েটা সেরে ফেলেছিলেন মাধবন৷ ২০০৫ সালে জন্ম হয় সরিতা-মাধবনের ছেলে বেদান্তের৷ ১২ বছরের বেদান্তের এটিই প্রথম আন্তর্জাতিক পুরস্কার৷
ছেলের এই প্রথম পুরস্কারে গর্বিত বাবা-মা৷ ছবির পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা৷ অভিনেতার ছেলেকে যে অভিনেতাই হতে হবে, এমনটা মনে করেন না ম্যাডি৷ তাই নিজের ছেলেকে মনের মতো কাজ করতে সবসময় উৎসাহ দেন তিনি৷ সেই উৎসাহের ফলই এই সাফল্য৷ সোনা না হলেও ক্ষতি নেই, স্বীকৃতি তো বটে!
[বোরখা পরেই রুক্মিণীর বিন্দাস নাচ, প্রকাশ্যে আনলেন স্বয়ং দেব]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.