Advertisement
Advertisement

ফের টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে অশ্বিন

গত সপ্তাহেই লর্ডসে ইংল্যান্ডকে হারানোর সুবাদে ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিলেন পাক স্পিনার ইয়াসির শাহ৷ তাঁকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অল-রাউন্ডার৷

R Ashwin regains the No. 1 spot in ICC Test Rankings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 9:11 pm
  • Updated:July 26, 2016 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ টা উইকেট তুলে নিয়ে জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন৷ আর সেই সৌজন্যেই ফের আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন তিনি৷ গত সপ্তাহেই লর্ডসে ইংল্যান্ডকে হারানোর সুবাদে ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিলেন পাক স্পিনার ইয়াসির শাহ৷ তাঁকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অল-রাউন্ডার৷ এদিকে, জেসন হোল্ডারদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের ১২ নম্বরে উঠে এলেন অধিনায়ক বিরাট কোহলি৷

গত বছর শেষের দিকে বোলারদের ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে ছিলেন অশ্বিন৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনিল কুম্বলের তত্ত্বাবধানে ফের দারুণ ফর্মে দেখা যাচ্ছে তাঁকে৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও চূড়ান্ত সফল তিনি৷ প্রথমবার বিদেশের মাটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় শতরান (১১৩) করেন তিনি৷ সদ্য প্রকাশিত তালিকায় আইসিসি-র বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অশ্বিনের পরই রয়েছেন ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন৷ ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একটা মাত্র উইকেট নিতে পারায় ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান থেকে পাঁচে নেমে গিয়েছেন ইয়াসির৷ চার ও পাঁচ নম্বরে রয়েছেন স্টুয়ার্ট ব্রড ও ডেল স্টেইন৷ এদিকে, ব়্যাঙ্কিংয়ে ছ’ধাপ উঠে ২৪ নম্বরে পৌঁছলেন উমেশ যাদব৷ মহম্মদ সামি রয়েছেন ২৮ নম্বরে৷

Advertisement

এদিকে, লোধা কমিটির সুপারিশ মেনে কীভাবে আগামী দিনে কাজ করবে বিসিসিআই, তা আলোচনার জন্য ৫ আগস্ট মুম্বইয়ে বিশেষ সাধারণ বৈঠকে বসবেন বোর্ড কর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement