Advertisement
Advertisement

বাইশ গজে ছেড়ে বড়পর্দায় অশ্বিন!

ছবির সিক্যুয়েল বেরোনোর পর তা দেখে টুইট করেন উচ্ছ্বসিত অশ্বিন৷ জানান, এই ছবি যেন তাঁর শৈশবকে মনে করিয়ে দিচ্ছে৷

R Ashwin may act for ‘Chennai 28’ sequel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 5:06 pm
  • Updated:December 28, 2016 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিল ফিল্মের হয়ে এবার ব্যাট ধরলেন রবিচন্দ্রন অশ্বিন৷ খুব সমস্যা না হলে সম্প্রতি ‘চেন্নাই ২৮’-এ অভিনয়ে নামতে চলেছেন আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার৷ সম্প্রতি তামিল ফিল্মে সাড়া ফেলে দিয়েছে ‘চেন্নাই ২৮’৷ যদিও এই ছবি হল দ্বিতীয় পার্ট৷ প্রথম পার্ট আগেই বেরিয়ে গিয়েছে৷ ছবির সিক্যুয়েল বেরোনোর পর তা দেখে টুইট করেন উচ্ছ্বসিত অশ্বিন৷ জানান, এই ছবি যেন তাঁর শৈশবকে মনে করিয়ে দিচ্ছে৷

আসলে ক্রিকেটকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি৷ অশ্বিন সেই ছবি দেখার পর নিজেই টুইট করেছেন, “কী দুর্দান্ত ছবি ‘চেন্নাই ২৮’৷ যার কোনও তুলনাই হয় না৷ আসলে এই ছবির মধ্যেই আমার জীবনকে খুঁজে পেয়েছি৷ পুরোপুরিভাবে অনুভব করছি যেন জীবনের প্রতিটি ছত্র এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে৷” স্বভাবতই তাঁর এই টুইট দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে৷ অনেকেই মন্তব্য করেছেন, অশ্বিন যখন তাঁর নিজের জীবন এই ছবির মধ্যে খুঁজে পেয়েছেন তখন কেন তাঁকে সরাসরি অভিনয়ের মধ্যে টেনে আনা হল না? অনেকে আবার এও লিখেছেন, অশ্বিন যদি এই ছবির মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে পরবর্তী আর একটি পার্ট তাঁকে ঘিরেই করা হোক৷

Advertisement

‘চেন্নাই ২৮’ ছবির পরিচালক ভেঙ্কট প্রভু বর্তমানে রয়েছেন জাপানে৷ সেখানে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে প্রভু জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে তিনি সম্পূর্ণ এক মত৷ তিনি নাকি ছবি তৈরির আগেই অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন অশ্বিনকে৷ “আমি অশ্বিনকে প্রথম থেকেই এই ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলাম৷ কিন্তু ভারতীয় স্পিনার সেই প্রস্তাবে সাড়া দেননি৷ ফলে, আমার ইচ্ছে থাকলেও সেই আশা পূরণ হয়নি৷ তবে, আমি চাইব ‘চেন্নাই ২৮’ ছবির তৃতীয় সংস্করণে অশ্বিন যেন অভিনয় করেন৷ আমি জানি অশ্বিন ব্যস্ত থাকেন৷ তাই যদি অশ্বিন খুব কম সময়ের জন্যও অভিনয় করেন, তবে সাধারণ মানুষ তাঁকে সামনে থেকে দেখতে পেলে আরও বেশি উদ্বুদ্ধ হবে৷ তাঁর জীবনকে সিনেমায় তুলে ধরতে পেরে দারুণ রোমাঞ্চ অনুভব করছি৷” বলেন, ভেঙ্কট প্রভু৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement