Advertisement
Advertisement

Breaking News

নতুন স্পনসরের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল, বদলে যাচ্ছে ক্লাবের নামও

আইএসএলের পথে লাল-হলুদ?

Quess Group to sponsor East Bengal FC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2018 4:49 pm
  • Updated:July 5, 2018 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই ইউবি গ্রুপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ ২০ বছরের স্পনসরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরই কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন বড়সড় কোনও চমক অপেক্ষা করছে লাল-হলুদ সমর্থকদের জন্য। বিশ্বকাপ চলাকালীনই সেই চমক দিয়ে দিলেন কর্তারা। নতুন স্পনসরের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। কোয়স গ্রুপের সঙ্গে দশ বছরের চুক্তি হল লাল-হলুদের। কোয়েস গ্রুপ ভারতের সেরা বিজনেস সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলির মধ্যে একটি। এদের মূল দপ্তর বেঙ্গালুরুতে। ভারতের বাইরেও এশিয়ার বেশ কিছু এলাকায় এদের ব্যাবসা রয়েছে।

[জুভেন্তাসে রোনাল্ডোর সইসাবুদ শেষ! রিয়ালে বদলি হিসেবে আসছেন এমবাপে?]

নতুন স্পনসরের নাম যোগ হওয়ায় বদলাতে হচ্ছে ক্লাবের নামও। কিংফিশার ইস্টবেঙ্গলের পরিবর্তে ক্লাবের নাম হচ্ছে কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এমনকী ক্লাবের লোগোরও পরিবর্তন হয়েছে আগের লোগোতে স্পনসরের নাম হিসেবে কিংফিশারের নাম লেখা ছিল এবারে সেই জায়গায় লেখা হয়েছে কোয়েসের নাম। আজ পার্কস্ট্রিটের একটি পাঁচতারা হোটেলে যৌথ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন দু’পক্ষের কর্তারা। আগামী দিনে ক্লাবের রোডম্যাপ কী হবে তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

Advertisement

এর আগে ইউবি গ্রুপের কাছে স্পনসরশিপের জন্য বাজেট বাজেট বাড়াতে অনুরোধ করেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু ইউবি গ্রুপ সাফ জানিয়ে দেয় বার্ষিক ১০ কোটি টাকার বেশি দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। এরপরই স্পনসর বদলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সচিব কল্যাণ মজুমদার। তবে, নতুন স্পনসরদের সঙ্গে ঠিক কী চুক্তি করল ইস্টবেঙ্গল, বার্ষিক কত টাকা দেবে সংস্থাটি তা এখনও স্পষ্ট নয়। এদিকে ময়দানে এখন জোর গুঞ্জন আইএসএলে খেলার জন্যই ঘর গোছাচ্ছে লাল-হলুদ শিবির।নতুন  স্পনসর আসায় সেদিকে একধাপ এগিয়েও গেল লাল-হলুদ শিবির। শোনা যাচ্ছে, গতবছরের মতো এবছরও নিয়ম মেনে আইএসএলে খেলার দরপত্র তুলবে ইস্টবেঙ্গল, তবে তাদের আইএসএলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমজিআর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement