সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লাসগোয় অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আরও একধাপ এগোলেন পি ভি সিন্ধু। দু’বারের ব্রোঞ্জ পদকজয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন চিনের সুন ইউ-কে। সেই সঙ্গে নিশ্চিত করলেন পদক জয়ও। অর্থাৎ শেষ চারের লড়াইতে হেরে গেলেও ব্রোঞ্জ জিতবেন তিনি। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-৯। এর অর্থ চিনা প্রতিপক্ষকে একপ্রকার হেলায় হারিয়েই সেমিফাইনালে উঠলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন সুন্দরী।
পরে অপর একটি ম্যাচে ক্রিস্টি গিলমোরকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন আরেক ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও। পদক জয় নিশ্চিত তাঁরা। খেলার ফল সাইনার পক্ষে ২১-১৯, ১৮-২১, ২১-১৫। সেমিফাইনালে জাপানের সপ্তম বাছাই নোজোমি ওকুহারার মুখোমুখি হবেন হায়দরাবাদি এই শাটলার।
প্রি-কোয়ার্টার ফাইনালে লড়াই যতটা কঠিন ছিল শুক্রবার ছিল ঠিক তার উলটোটা। সিন্ধু ঝড়ে উড়ে গেলেন চিনা প্রতিদ্বন্দ্বী। এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন রিও অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু। প্রথম গেমে যদিও বা একটু লড়াই করেছিলেন সুন, দ্বিতীয় গেমে একদমই দাঁড়াতে পারেননি। সিন্ধুর দুর্দান্ত পারফরম্যান্সের কাছে আত্মসমর্পণ করেন তিনি। প্রথম গেমে হায়দরাবাদি তারকা জয় পান ২১-১৪ গেমে। আর দ্বিতীয় গেমে ২১-৯ ব্যবধানে। ইতিমধ্যে অনেকেই সিন্ধুর এই দু্র্দান্ত খেলার প্রশংসা করেছেন। শেষ চারের লড়াইয়ে সিন্ধুকে আরও এক চিনা খেলোয়াড়ের বাধা টপকাতে হবে। মুখোমুখি হবেন চেন ইউফেইয়ের।
The 2-time bronze medallists assures a medal at the Worlds for India!
PV Sindhu defeats Sun Yu 21-14, 21-9 to enter #2017BWC SEMIS. 💪 pic.twitter.com/XR9TStSNI8
— BAI Media (@BAI_Media) 25 August 2017
REACTION: P V Sindhu into the Semi Finals of #2017BWC and guaranteed a medal! @Pvsindhu1 @BAI_Media pic.twitter.com/CzTDYHr6dN
— 2017BWC (@2017BWC) 25 August 2017
উলটোদিকে, সিন্ধু যখন শেষ চারে পৌঁছলেন তখন স্বপ্নভঙ্গ হল আরও এক ভারতীয় শাটলারের। আশা জাগিয়েও শেষ আটের লড়াইয়ে হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। টানা ১৩টি ম্যাচ জয়ের পর দক্ষিণ কোরিয়ান তারকার সুন ওয়ান হো-র কাছে হেরে গেলেন তিনি। খেলার ফল সোনের পক্ষে ২১-১৪, ২১-১৮। মাত্র ৪৮ মিনিটের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষের কাছে হেরে যান ভারতীয় শাটলার।
Srikanth Kidambi came agonisingly close to making a turnaround but surely impressed with his performances in #2017BWC. Well fought! pic.twitter.com/XmKIsBeU9O
— BAI Media (@BAI_Media) 25 August 2017
Reaction| “There’s nothing that I would have done differently. I tried almost everything and nothing worked” Kidambi Srikanth India #2017BWC pic.twitter.com/sB9x0XQ8zi
— Yonex All England (@YonexAllEngland) 25 August 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.