সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পি ভি সিন্ধু ওলিম্পিকে রুপো জয়ের পর দেশজুড়ে শোনা গিয়েছিল, ভারতীয় ব্যাডমিন্টনের দুনিয়ায় দ্বিতীয় সাইনা নেহওয়ালের জন্ম হয়েছে৷ বর্তমানে সেই সাইনাকেই পিছনে ফেলে দিয়েছেন সিন্ধু৷ সদ্য চিন ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়াই তার উদাহরণ৷ শুক্রবার সিন্ধু ফের প্রমাণ করে দিলেন, আপাতত তিনিই এগিয়ে৷ একবার নয়, একইদিনে দু’বার নিজের সেরা পারফরম্যান্সের প্রমাণ দিলেন তিনি৷
এদিন প্রকাশিত বিডব্লিউএফ বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন সিন্ধু৷ সৌজন্যে জীবনের প্রথম সুপার সিরিজ জয়৷ মহিলা সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে নবম স্থানে পৌঁছে গেলেন তিনি৷ অন্য দিকে, পিঠের চোট সারিয়ে কোর্টে ফেরা সাইনা প্রথম দশ থেকে ছিটকে গেলেন৷ সদ্য প্রকাশিত তালিকায় ১১ নম্বরে রয়েছেন তিনি৷ আর এদিনই হংকং ওপেন সুপার সিরিজ থেকেও বিদায় নিলেন হায়দরাবাদি শাটলার৷ কোয়ার্টার ফাইনালে হংকংয়ের চেউং গ্যান উইর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৮-২১, ২১-১৮, ১৯-২১ ব্যবধানে পরাস্ত হন সাইনা৷
শেষ আটে জিততে পারলে সেমিফাইনালে সিন্ধুর মখোমুখি হতেন তিনি৷ বর্তমানে দেশের দুই সেরা শাটলারের মহাযুদ্ধ দেখতে মুখিয়ে ছিলেন ব্যাডমিন্টন ভক্তরা৷ কিন্তু সিন্ধু শেষ চারে পৌঁছলেও সাইনার জন্য ফ্যানদের সেয়ান-সেয়ানে লড়াই দেখার স্বপ্ন আপাতত পূরণ হল না৷ সাইনার ব্যর্থতার দিন হংকংয়ের কোর্টে ফের ম্যাজিক দেখালেন সিন্ধু৷ দ্বিতীয় গেমে হেরেও দুর্দান্ত কামব্যাক করে ধরাশায়ী করলেন সিঙ্গাপুরের লিয়াং জায়ুকে৷ গোপীচাঁদের ছাত্রীর পক্ষে ম্যাচের ফল ২১-১৭, ২১-২৩, ২১-১৮৷ জীবনের দ্বিতীয় সুপার সিরিজ জয়ের থেকে আর মাত্র দু’ধাপ দূরে ওলিম্পিকে রুপোজয়ী শাটলার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.