Advertisement
Advertisement

Breaking News

অলিম্পিকে হারের বদলা, মারিনকে হারিয়ে ইন্ডিয়ান ওপেন খেতাব সিন্ধুর

আপনার প্রিয় এই তারকার জয়কে সেলিব্রেট করুন, পোস্টটি LIKE ও SHARE করে ছড়িয়ে দিন দুনিয়াভর।

PV Sindhu beats Marin in a pulsating final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2017 2:28 pm
  • Updated:July 13, 2018 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে হারের মধুর প্রতিশোধ নিলেন পি ভি সিন্ধু। ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ ২০১৭-র খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিন মারিনকে ২১-১৯, ২১-১৬ পয়েন্টে হারালেন সিন্ধু। এই মারিনই ভারতীয় তারকা সিন্ধুকে অলিম্পিকের ফাইনালে হারিয়ে সোনা জিতেছিলেন৷ হোম ক্রাউডের সামনে বদলা নেওয়ার সুযোগ কাজে লাগলেন সিন্ধু৷

এমনিতেই মারিন সামনে থাকলে বরাবর ‘চার্জড’ লাগে সিন্ধুকে৷ এদিন মারিনকে হারিয়ে ট্রফি জয়ের পাশাপাশি নেওয়া হয়ে গেল অলিম্পিকের বদলাও। যদিও মারিনের বিরুদ্ধে রবিবাসরীয় ম্যাচটা জেতা অবশ্য সিন্ধুর পক্ষে সহজ হয়নি৷ ৪৭ মিনিটই লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে৷ যদিও স্নায়ু নিয়ন্ত্রণে রেখে শেষ হাসি হেসে গেলেন সিন্ধুই। সিন্ধুর জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।

স্বপ্নের ফাইনাল ঘিরে এদিন নয়াদিল্লিতে উত্তেজনার পারদ চড়ছিল৷ অনেকেই মনে করছিলেন, ঘরের মাঠে অলিম্পিকে হারের বদলার লক্ষ্য নিতেই কোর্টে নামবেন সিন্ধু৷ তবে দুবাই ওপেনে মারিনকে হারিয়েছিলেন সিন্ধু৷ মারিন আবার পিবিএলে তাঁকে হারান৷ তাই টক্কর ছিল জোরদার৷ তবে নিজের দেশের দর্শকের সামনে খেলতে নেমে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে ছিলেন সিন্ধু৷

সিন্ধু গতবছর চিনা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ হংকং ওপেনে ফাইনালে ওঠেন৷ চলতি বছরে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে চেন্নাইকে চ্যাম্পিয়ন করান তিনি৷ গত জানুয়ারিতে সৈয়দ মোদি গ্রাঁপ্রি ব্যাডমিন্টন টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন৷ ফলে তিনি যে ছন্দে আছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ সেই ছন্দই ফাইনালেও ধরে রাখলেন৷ ফোকাস নড়তে দিলেন না একবিন্দু৷ তিনি জানতেন, ফাইনাল জিততে না পারলে গোটা টুর্নামেন্টে ভাল খেলার কোনও মূল্য থাকবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement