Advertisement
Advertisement

অলিম্পিকে হারের বদলা, এবার সিন্ধু ঝড়ে ধরাশায়ী ক্যারোলিনা

রিও অলিম্পিকের পর এদিন প্রথমবার দুবাইয়ের কোর্টে সাক্ষাৎ ঘটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম দুই সেরা শাটলারের৷

PV SIndhu beats Carolina Marin in World Superseries Finals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 8:58 pm
  • Updated:July 13, 2018 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ১৯ আগস্ট দিনটা চোখের সামনে আজও ভাসে৷ সেদিন হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষরক্ষা হয়নি৷ তাই অলিম্পিকের সোনাটা ক্যারোলিনা মারিনকে দিয়ে নিজে রুপোর পদকই গলায় ঝুলিয়ে ছিলেন৷ দিন গুণছিলেন কবে এই হারের বদলা নেবেন৷ শুক্রবার অপেক্ষার অবসান ঘটল৷ পরাজয়ের ক্ষতে মলম লাগাতে সফল হলেন পি ভি সিন্ধু৷ দুবাইয়ে বিশ্ব সুপার সিরিজ ফাইনালসে স্প্যানিশ শাটলারকে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷

রিও অলিম্পিকের পর এদিন প্রথমবার দুবাইয়ের কোর্টে সাক্ষাৎ ঘটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম দুই সেরা শাটলারের৷ দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদি সিন্ধুর বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে ছিলেন ক্যারোলিনাও৷ কিন্তু ভেবেছিলেন কি এমনটা হবে? ওলিম্পিকের মঞ্চে যে সিন্ধুকে হারাতে বেশ কসরত করতে হয়েছিল, সুপার সিরিজ ফাইনালসের শেষ আটে সেই সিন্ধুই যেন হাসতে হাসতে জিতে গেলেন৷ বিশ্বের দু’নম্বর ক্যারোলিনাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন তিনি৷ সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১৭, ২১-১৩৷ আর সেই সঙ্গে পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে৷

Advertisement

গত মাসেই প্রথমবার চিন ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু৷ হংকং ওপেনের ফাইনালে উঠে কেরিয়ারের দ্বিতীয় সুপার সিরিজ জেতার দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ এবার দুবাইয়ে ট্রফি ঘরে তুলেই মরশুম শেষ করতে চান অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় তারকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement