সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সি গায়ে চাপিয়েও যথাযোগ্য স্বীকৃতি এতদিন মেলেনি। তবে রবিবার লর্ডসের হাড্ডাহাড্ডি লড়াইটা অনেক কিছু পালটে দিল। ট্রফি জয়ের স্বপ্নপূরণের মাঝে ইংল্যান্ড নামক কাঁটা সারাজীবনের জন্য থেকে গেলেও বাস্তবটা অনেকটা সুন্দর হয়ে গেল হরমনপ্রীতদের কাছে। হাজার প্রতিকূলতা পেরিয়ে ফাইনালে পৌঁছনোর স্বীকৃতি মিলল অবশেষে। যে পাঞ্জাব পুলিশ এককালে হরমনপ্রীতকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল, এদিন নিজে থেকেই তাঁর জন্য চাকরি ঘোষণা করল তারা। আর এই ছবিটাই যেন স্পষ্ট করে দিল, বাইশ গজে নটা রান না এলেও, জীবনের কঠিন পরিশ্রমের দাম অবশেষে পেলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা।
কয়েক বছর আগের কথা। হরমনপ্রীতের পরিবারের সদস্যরা আজও সেদিনের কথা ভুলতে পারেননি। তখন নিয়মিত ভারতীয় দলে খেলছেন তিনি। চাকরির খুব দরকার। নয়তো খেলা চালানো বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। যোগাযোগ করা হয় পাঞ্জাব পুলিশের সঙ্গে। চাকরি চাইতে গেলে পুলিশের এক আধিকারিক তাঁদের জানিয়েছিলেন, মেয়ে হরভজন সিং নয় যে তাঁকে ডিএসপি-র পদে চাকরি দিতে হবে। চাকরির আবেদন নাকচই করা হয়েছিল। এমনকী ইনস্পেক্টরের পদও দেওয়া হয়নি তাঁকে। সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ তা সম্ভব হয়নি। পরে শচীন তেণ্ডুলকরের সুপারিশেই পশ্চিম রেলওয়েতে চাকরি পেয়েছিলেন হরমনপ্রীত। বিশ্বকাপের বাইশ গজে ইতিহাস গড়েছেন পাঞ্জাব দি কুড়ি। আর তাই চোখ খুলেছে রাজ্যে সরকারের।
She (Punam Raut) performed well. Feeling proud but I am sad about the defeat: Father of cricketer Punam Raut #WWC17Final #INDvENG pic.twitter.com/TcsrnVHDXA
— ANI (@ANI_news) July 23, 2017
মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়ে দিলেন, পাঞ্জাব পুলিশে তাঁর চাকরি পাকা। পাশাপাশি সরকারের তরফে পাঁচ লক্ষ টাকাও ঘোষণা করা হয়েছে। এখন শুধুই তাঁর ঘরে ফেরার অপেক্ষা। হরমনপ্রীতের বাড়িতেও উৎসবের মেজাজ। হারের জন্য চাপা দুঃখ থাকলেও মেয়ের পারফরম্যান্সে দারুণ খুশি বাবা। একই খুশির হাওয়া চাকদহের ঝুলন গোস্বামীর বাড়িতেও।
Speechless at the moment. We thought we would win but there is always a next time: Sister of Jhulan Goswami on India’s defeat in #WWC17Final pic.twitter.com/Lb3dFPdoUJ
— ANI (@ANI_news) July 23, 2017
শচীন তেণ্ডুলকর থেকে গৌতম গম্ভীর, সকলেরই চোখ ছিল আজকের ম্যাচের দিকে। ট্রফি আসেনি ঠিকই। কিন্তু দেশের সেরা তারকাদের থেকে দুর্দান্ত পারফরম্যান্সের শুভেচ্ছা কুড়িয়ে নিতে সফল হয়েছেন মিতালিরা।
Feel for all of you, #WomenInBlue! You were good throughout but sometimes it is not meant to be. Congrats England on winning #WWC17Final!
— sachin tendulkar (@sachin_rt) July 23, 2017
You made us dream,
You made us believe,
We’re proud of all you girls!
Real honor to hve watched u play! #WWC17Final #WomenInBlue @BCCIWomen— Gautam Gambhir (@GautamGambhir) July 23, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.