Advertisement
Advertisement

Breaking News

শেষবার নেতৃত্বে ধোনি, নস্টালজিক ক্রিকেটপ্রেমীরা

ভিডিওটি দেখলে আপনিও আবেগতাড়িত হয়ে পড়বেন৷

Promo of MS Dhoni's last game as captain will definately churn emotions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 1:03 pm
  • Updated:January 10, 2017 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ মনে করছেন চাপে পড়েই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে৷ কেউ তাঁর এমন সিদ্ধান্তে বেশ হতাশ৷ তবে দীর্ঘ নয় বছরের সফল নেতৃত্বের জন্য ক্যাপ্টেন ধোনিকে কুর্নিশ জানিয়েছে গোটা ক্রিকেটবিশ্ব৷ সেই ধোনি মঙ্গলবার শেষবার নেতা হিসেবে নামছেন বাইশ গজে৷ তাঁকে নিয়ে আলাদা করে তৈরি হয়েছে একটি প্রোমো৷ যে চ্যানেল ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের সিরিজ সম্প্রচার করবে, তাদের তরফ থেকেই মাহিকে দেওয়া হয়েছে এই ক্ষুদ্র উপহার৷ যা দেখে প্রতিটি ক্রিকেটপ্রেমীরই চোখে জল চলে আসবে৷

(ফের ফিফার বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো)

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে ২০১১-য় দেশকে বিশ্বসেরার আসনে বসানো, ধোনির ঠান্ডা মাথার অধিনায়কত্বের কথা উঠলেই এখন এসব স্মৃতিই চোখে ভাসে তাঁর ভক্তদের৷ দেশকে একঝাঁক ট্রফি উপহার দিয়ে ভারত-ইংল্যান্ড সিরিজের আগে নেতৃত্ব ছাড়লেন তিনি৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলিকে প্রস্তুত হওয়ার জন্য দিয়ে গেলেন অনেকটা সময়৷ ১৫ জানুয়ারি থেকে মর্গ্যানবাহিনীর বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া৷ তার আগে এদিন ওয়ার্ম আপ ম্যাচে মুম্বইয়ের ব্রেবন স্টেডিয়ামে ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলে নেতার ভূমিকায় শেষবারের মতো দেখা যাবে ক্যাপ্টেন কুলকে৷ স্বাভাবিকভাবেই নেতার বিদায় বেলায় নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অগণিত ভক্ত৷

Advertisement

শেষবারের জন্য নেতা ধোনির খেলা বিনামূল্যে দেখার ব্যবস্থা করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ৷ অর্থাৎ বিনা টিকিটেই আজ ম্যাচ দেখতে পাবেন দর্শকরা৷ দেখে নিন ভিডিও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement