Advertisement
Advertisement

Breaking News

Prithvi Shaw

১২৯ বলে ডাবল সেঞ্চুরি, ইংলিশ কাউন্টি মাতাচ্ছেন ‘ব্রাত্য’ পৃথ্বী

১০০ থেকে ১৫০ রানে পৌঁছতে মাত্র ২২ বল নেন পৃথ্বী শ।

Prithvi Shaw hits double hundred in County । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 9, 2023 7:42 pm
  • Updated:August 9, 2023 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্দাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে তৃতীয় ম্যাচে নিজের প্রতিভার পরিচয় দিলেন ভারতের তারকা প্লেয়ার পৃথ্বী শ (Prithvi Shaw)। সমারসেটের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে পৃথ্বীর ব্যাট গর্জে উঠল। ১২৯ বলে ডাবল হান্ড্রেড করেন তিনি। একশো রান করার পরে পৃথ্বী দুরন্ত গতিতে এগোতে থাকেন। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছতে মাত্র ২২ বল নেন পৃথ্বী শ। ২৫টি বাউন্ডারি ও ৮টি ছক্কায় সাজানো ছিল পৃথ্বীর ইনিংস। শেষ ১০ ওভারে পৃথ্বী শ ব্যাট হাতে বিস্ফোরণ ঘটান। প্রথমে ব্যাট করে নর্দাম্পটনশায়ার ৫০ ওভারে আট উইকেট হারিয়ে করে ৪১৫ রান। শেষ পর্যন্ত পৃথ্বী শ-র নামের পাশে লেখা ১৫৩ বলে ২৪৪ রান।

নর্দাম্পটনশায়ারের হয়ে অভিষেক ম্যাচে পৃথ্বী শ ৩৫ বলে ৩৪ রান করেছিলেন। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে হিট উইকেট হয়ে আউট হয়েছিলেন ভারতীয় তারকা। দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে উইকেট ভেঙে দিয়েছিলেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: ‘মেসির জন্য তৈরি নয় ইন্টার মায়ামি’, মন্তব্যের জেরে চুক্তি বাতিল হল গোলকিপারের]

 

দ্বিতীয় ম্যাচে পৃথ্বী শ নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। তবুও নর্দাম্পটনশায়ার জয় পায়নি।
এবারের আইপিএল-এ সময়টা ভাল যায়নি পৃথ্বীর। প্রতিযোগিতার মাঝপথে তাঁকে বাদ পড়তে হয়। কাউন্টিতে যাওয়ার আগে পৃথ্বী শ এক সাক্ষাৎকারে বলেছিলেন, কাউন্টি খেলে বদলাবে তাঁর ভাগ্য। ফিটনেস টেস্টে পাশ করে, ঘরোয়া ক্রিকেটে রান করেও জাতীয় দলে প্রত্যাবর্তন কেন ঘটল না, সেটাই বোধগম্য হয়নি পৃথ্বীর। তাঁকে দল থেকে কেন বাদ দেওয়া হল, তার কারণ জানতে না পারায় হতভম্ব হয়ে যান। সেই সময়ে কেউ বলেছিলেন, ফিটনেসের কারণে হয়তো তিনি বাদ পড়তে পারেন।

 

এনসিএ-তে গিয়ে সব পরীক্ষা দিয়েছেন। রানও করেন। এর পরেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পাননি পৃথ্বী। ভেবেছিলেন কাউন্টিতে রান করে নিজের ভাগ্য বদলাবেন। প্রথম দু’ ম্যাচ নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও সমারসেটের বিরুদ্ধে ডাবল হান্ড্রেড করে পৃথ্বী শ নিজের দক্ষতার পরিচয় দেন। 

[আরও পড়ুন: Durand Cup 2023: ডার্বি নিয়ে বড় ঘোষণা আয়োজকদের, কবে থেকে শুরু টিকিট বিক্রি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement