Advertisement
Advertisement

Breaking News

মহালয়ায় শীর্ষে ওঠার চ্যালেঞ্জ শুরু বিরাটদের

ইডেনে ব্যাটিং সহায়ক পিচে ৪০০ রানের ইচ্ছেপূরণ করতে চায় বিরাটবাহিনী৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 2:45 pm
  • Updated:September 29, 2016 5:15 pm  

অলোক সরকার: রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন বিরাট কোহলি৷ জানিয়ে দিলেন অশ্বিনের খেলা নিয়ে কোনও সংশয় নেই৷ প্রথম একাদশেই তিনি থাকবেন৷

দু’দিন হয়ে গেল ইডেনে পা রেখেছেন অশ্বিন৷ অথচ এখনও পর্যন্ত নেটে একবারও তাঁকে হাত ঘোরাতে দেখা যায়নি৷ উমেশ যাদব থেকে মহম্মদ শামি-প্রত্যেকেই বল করলেন৷ ব্যতিক্রম একমাত্র অশ্বিন৷ তাঁর বল না করাকে কেন্দ্র করে জোর কানাঘুষো শুরু হয়ে যায়৷ অনেকের মুখে শোনা যায়, অশ্বিনের বোধহয় ইডেনে নামা হল না৷ দু’দিনের মধ্যে একদিনও বল না করা যদি একটা কারণ হয়, অপর ফ্যাক্টর ছিল নবাগত জয়ন্ত যাদব৷ হরিয়ানার স্পিনারকে এবার ডাকা হয়েছে৷ তিনি যদিও কোনওদিন জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেননি৷ তবু জয়ন্ত চলে এসেছিলেন জল্পনার বৃত্তের মধ্যে৷ তাছাড়া শোনা গিয়েছিল অশ্বিনের হাতে নাকি কড়া পড়েছে৷ যার ফলে তিনি স্বচ্ছন্দে বল করতে পারছেন না৷

Advertisement

কানপুরে মূলত ক্যারাম বল করে যান৷ তাঁর হাত থেকে বেরনো মারণাস্ত্র দুসরা সেভাবে দেখাই যায়নি৷ স্পিনিং ফিঙ্গারকে বিশ্রাম দেওয়ার জন্যই হয়তো এসব করছেন অশ্বিন৷ তাই ধরে নেওয়া হয়েছিল, ইডেনে হয়তো নামবেন না তিনি৷ কিন্তু সবকিছুর ইতি ঘটিয়ে স্বয়ং কোহলি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, অশ্বিন খেলছেন৷ “ও পুরো ফিট৷ আসলে আমরা ওকে দু’দিন বিশ্রাম দিয়েছি৷ সুতরাং অশ্বিন খেলবে৷” জানিয়ে দেন ক্যাপ্টেন৷

এবার প্রশ্ন হল, ইডেনে পাঁচ না চার বোলার নিয়ে শুরু করবে ভারত? ইডেন বরাবরই ব্যাটসম্যান-সহায়ক৷ সেক্ষেত্রে কানপুরের চার বোলারের তত্ত্ব থেকে বেরিয়ে এসে পাঁচ বোলারে চলে যেতে পারেন ভারত অধিনায়ক৷ তখন অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, উমেশ যাদবের খেলা নিশ্চিত৷ কিন্তু পঞ্চম বোলার কে? অমিত মিশ্রর পাল্লাই ভারী৷ এদিকে আইপিএল-এ নিজের ঘরের মাঠে অনেক দিন পর টেস্ট জার্সি গায়ে চাপিয়ে নামবেন গৌতম গম্ভীর৷ প্র্যাকটিসে তাঁকেও বেশ চনমনে দেখাল৷

কানপুরে চারশো রান করা হয়নি৷ তাই ইডেনে ব্যাটিং সহায়ক পিচে ৪০০ রানের ইচ্ছেপূরণ করতে চায় বিরাটবাহিনী৷ মহালয়ার দিন ইডেন বেল বাজিয়ে শুরু হবে ম্যাচ৷ মহালয়ার কথা মাথায় রেখে ইডেন জুড়ে নিরাপত্তা আঁটসাট করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement