Advertisement
Advertisement
Praggnanadhaa Magnus Carlsen

‘আরও ভাল লড়াই দিতেই পারতাম’, কার্লসেনের কাছে হারের পর বিষণ্ণ প্রজ্ঞানন্দ

টানা এক মাস ধরে খেলার ফলে কিছুটা হলেও ক্লান্তও হয়ে পড়েন প্রজ্ঞা।

Praggnanadhaa says he could've put up a better fight । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 24, 2023 9:13 pm
  • Updated:August 24, 2023 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৪ খোপের পৃথিবীতে বহু যুদ্ধের সৈনিক ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) জিতলেন প্রজ্ঞানন্দেরই ছোট্ট একটা ভুলের সুযোগ নিয়ে। টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডের একটি চাল দিতে অনেকটাই সময় নিয়ে ফেলেন প্রজ্ঞানন্দ।

একটা চালে সাড়ে ৬ মিনিটের কাছাকাছি সময় নেওয়ার ফলে প্রজ্ঞানন্দ (R Praggnanadhaa) চলে যান ব্যাকফুটে। সময় কমতে থাকে তাঁর হাতে। তারই সুযোগ নেন কার্লসেন। দ্বিতীয় টাইব্রেক ড্র হওয়ায় বিশ্বচ্যাম্পয়ন হয়ে যান কার্লসেন। প্রজ্ঞা হার মানলেও এই লড়াই যথেষ্ট গৌরবের। সেই তিনিই বলছেন, কার্লসেনের বিরুদ্ধে আরও ভাল লড়াই দিতেই পারতেন তিনি। কিন্তু নিজের ভুলেই ম্যাচটা জিতে নেন কার্লসেন। 

Advertisement

[আরও পড়ুন: ক্লেটনকে পরিকল্পনায় রাখলেও, কোয়ার্টারে গোকুলাম নিয়ে সতর্ক কার্লেস কুয়াদ্রাত]

প্রথম দুটো গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারের প্রথম গেমটায় হার মানেন প্রজ্ঞা। তিনি বলছেন, ”প্রথম গেমটাই গুরুত্বপূর্ণ ছিল। ওটাতেই ভুল করে বসি। আমি ভাল জায়গায় ছিলাম। বলা যেতে পারে আসল সময়ে ভুল করে ফেলেছি। মরণবাঁচন গেমটা জিততেই হতো। সেটা অবশ্য খুব সহজ ছিল না। কার্লসেন এই রকম পরিস্থিতিতে অভিজ্ঞ একজন খেলোয়াড়। আরেকটু ভাল লড়াই দিতেই পারতাম।”

প্রায় একমাস ধরে খেলে যাচ্ছেন প্রজ্ঞা ও কার্লসেন। ক্রমশ খেলে যাওয়ার জন্য হয়তো ক্লান্তি গ্রাস করেছিল প্রজ্ঞানন্দকে। তিনি বলছেন, ”ফাইনালে পৌঁছনোয় অত্যন্ত খুশি। যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট। গোটা মাস জুড়ে খেলে চলেছি। ফলে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজ দারুণ শেপে থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু কখনও কখনও যেমন চাওয়া হয়, তেমন যায় না।” 

[আরও পড়ুন: ‘গোটা দেশ তোমার জন্য গর্বিত’, প্রজ্ঞার পাশে চাহাল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement