Advertisement
Advertisement

কোহলির ওপর বেজায় চটলেন ফেডারেশন সভাপতি

বাইশ গজ কাঁপানো বিরাট কোহলিকে এবার কাঠগড়ায় তুলল এআইএফএফ৷ ভারতের রান মেশিনকে একতহাত নিলেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল৷

Praful Patel slams Premier Futsal’s ambassador Virat Kohli
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2016 8:07 pm
  • Updated:June 19, 2016 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজ কাঁপানো বিরাট কোহলিকে এবার কাঠগড়ায় তুলল এআইএফএফ৷ ভারতের রান মেশিনকে একহাত নিলেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল৷

কী এমন অপরাধ করলেন কোহলি, যে বেজায় চটলেন প্রফুল প্যাটেল! ঘটনা হল, প্রিমিয়ার ফুটসাল লিগের (পিএফএল) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বিরাট৷ পিএফএল হল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি ফুটবল টুর্নামেন্ট, যাতে প্রত্যেকটি দলে পাঁচ করে খেলোয়াড় থাকেন৷ অর্থাৎ একে ফুটবলের ছোট ফর্ম্যাট বলা যেতে পারে৷ এদিকে আবার ইন্ডিয়ান সুপার লিগেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি৷ শুধু তাই নয়, এফসি গোয়া দলের সহ-কর্ণধারও তিনি৷ আর সমস্যাটা ঠিক সেই জায়গাতেই৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি টুইট করেছেন, নিয়ম অনুযায়ী আইএসএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর একই সময় অন্য একটি লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন না৷ বিশেষ করে যদি সেই টুর্নামেন্ট এআইএফএফ বা ফিফা দ্বারা স্বীকৃত না হয়ে থাকে৷
ফুটসাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এফএআই) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্যাটেল বলেন, এটি অনুমোদিত সংস্থা নয়৷ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত৷ সব অনুমোদিত সংস্থাগুলির কাছে পিএফএল-কে সমর্থন না করার আহ্বান জানিয়েছেন তিনি৷

Advertisement

এই প্রথমবার ভারতের মাটিতে পিএফএল-এর আসর বসতে চলেছে৷ দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে৷ ১৫ জুলাই থেকে টুর্নামেন্ট শুরু৷ চলবে ২৪ জুলাই পর্যন্ত৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই এমন বিতর্ক বিপাকে ফেলেছে ফুটসাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement