Advertisement
Advertisement

রাশিয়া-স্পেন ম্যাচে যতবার গোল হবে ততবার ‘দুষ্টু’ উপহার পুনমের

কী করবেন তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন, ভিডিও দেখলেই বুঝবেন৷

Poonam Pandey to gift 'Naughty FIFA Gift'For every goal scored in the Spain v Russia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 6:07 pm
  • Updated:July 1, 2018 6:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ষোলোর লড়াইয়ে সরগরম বিশ্বকাপ৷ আর পুনম পাণ্ডে চুপচাপ থাকবেন, তাই আবার হয় নাকি! না তিনি বসেও থাকেননি৷ মেসি-রোনাল্ডোর স্বপ্নভঙ্গ হয়েছে৷ এবার ইনিয়েস্তারা যখন মাঠে নামছেন তখনই এল অবধারিত ঘোষণা৷ রাশিয়া বনাম স্পেন ম্যাচে যতবার গোল হবে ততবারই ‘দুষ্টুমি’ করবেন পুনম৷

[  সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে ]

Advertisement

‘নটি ফিফা’ হ্যাশট্যাগেই বিশ্বকাপ মাতিয়ে রেখেছেন পুনম৷ গোড়াতেই বুঝিয়ে দিয়েছিলেন এ বিশ্বকাপে তাঁর ফ্যানদের খালি হাতে ফেরাবেন না তিনি৷ শুরুতেই যে ভিডিও সামনে এসেছিল তাতে নিজের বক্ষযুগলের উপর এক সঞ্চালকের হাত টেনে নিয়েছিলেন পুনম নিজেই৷ তা নিয়ে বিস্তর বিতর্ক৷ কিন্তু কে না জানে, পুনম ঠিক এটাই চান! এর আগে যখন তিনি ক্রিসমাস বা দোলের দিনে শরীর প্রদর্শনেই আসর জমিয়ে দিয়েছিলেন, সেদিনও হাতছানি দিয়েছিলেন এই বিতর্ককে৷ এবারও তার ব্যতিক্রম নেই৷ ইতিমধ্যে বিতর্কিত মডেল-অভিনেত্রী ঠারেঠোরে জানিয়ে দিয়েছেন তাঁর প্রিয় দল ব্রাজিল৷ কারণ হলুদ ব্যাকগ্রাউন্ডের ছবির সামনে দাঁড়িয়ে বলেছেন, তাঁর প্রিয় দলের রং এটাই৷ ফলত অনুগামীদের বুঝে নিতে অসুবিধা হয়নি৷

তবে তুরুপের তাসটি তুলে রেখেছিলেন মোক্ষম সময়ের জন্য৷ ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাকয়েক আগে জানালেন, রাশিয়া-স্পেন ম্যাচে যতবার গোল হবে ততবার ওই দুষ্টুমিভরা উপহার দেবেন তিনি৷  তবে কী সেই উপহার? অনুগামীদের আঁচের উপরই তা ছেড়ে দিয়েছেন তিনি৷ সঙ্গের ভিডিওতে একটা ক্লু দিয়ে রেখেছেন৷ যেখানে পুনমকে দেখা যাচ্ছে তাঁর বক্ষযুগল প্রদর্শন করতে৷ ক্যামেরাকেই অনুগামীর চোখ করে সামনে তুলে ধরেছেন তাঁর লাস্যভরা বক্ষের সুষমা৷ তবে এটাই সব নয়৷ সাসপেন্স বজায় রেখেছেন৷ আসলে পুনম যে ঠিক কী করেন ও করতে পারেন তা নিয়ে সম্ভাবনার অঙ্ক কষে কোনও লাভ নেই৷ কারণ তিনি ‘আনপ্রেডিক্টেবল’৷ সুতরাং আজ ফুটবলপ্রেমীদের যেমন চোখ থাকবে ম্যাচের দিকে, তেমন পুনমের কাণ্ডকারখানার দিকেও৷

ক্রােয়েশিয়া ম্যাচের জন্যও থাকছে একই হাতছানি’৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement