Advertisement
Advertisement

Breaking News

জাতীয় পতাকার অবমাননায় অভিযুক্ত বিজেন্দর

তাঁর অভিযোগ, রিংয়ে তেরঙ্গা লাগানো শর্টস পরে নেমেছিলেন ভারতীয় বক্সার৷ যাতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে৷

Police complaint filed against Vijender Singh for 'insulting' national flag
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 4:26 pm
  • Updated:July 19, 2016 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিংয়ে যে তিনি অজেয়, তা গত সাতটি লড়াইয়ে প্রমাণ করে দিয়েছেন৷ কিন্তু রিংয়ের বাইরে বিপাকে পড়লেন বিজেন্দর সিং৷ বিশ্বের তাবড় তাবড় বক্সারদের ধরাশায়ী করে দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন ‘পাঞ্জাব দা পুত্তর’৷ সেই বিজেন্দরের বিরুদ্ধেই জাতীয় পতাকাকে অপমান করার অভিযোগ উঠল৷

বিজেন্দরের বিরুদ্ধে নিউ অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নয়া দিল্লির বসুন্ধরা এনক্লেভের বাসিন্দা উলহাস পি আর৷ তাঁর অভিযোগ, রিংয়ে তেরঙ্গা লাগানো শর্টস পরে নেমেছিলেন ভারতীয় বক্সার৷ যাতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে৷

Advertisement

vijender

উল্লেখ্য, গত শনিবার প্রথমবার দেশের মাটিতে প্রো-বক্সিংয়ের লড়াইয়ে নেমেছিলেন বিজেন্দর৷ অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে প্রো-বক্সিংয়ে এশিয়া-প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাব জিতে নজির গড়েন তিনি৷ সেই ম্যাচের পরই এমন অভিযোগ তোলা হয়েছে৷ বিজেন্দরকে একহাত নিয়ে উলহাস জানান, ওই ম্যাচে বিজেন্দর সিং যে শর্টস পরেছিলেন, তার পিছন দিকে ভারতের জাতীয় পতাকা লাগানো ছিল৷ এতেই স্পষ্ট, জাতীয় পতাকার অপমান করেছেন তিনি৷ এবিষয়ে এখনও পর্যন্ত ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement