Advertisement
Advertisement

রিও কোয়ালিফায়ারদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি

গতবার লন্ডন ওলিম্পিকে সর্বোচ্চ ৮৩ জন অ্যাথলিট দেশের প্রতিনিধিত্ব করেছিলেন৷ এবার সেই সংখ্যাকে পিছনে ফেলে ১০০ জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ রিওতে পাড়ি দিচ্ছেন৷ আগামী কয়েক দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর৷

PM Modi to meet Rio Olympics-bound athletes on Monday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 5:34 pm
  • Updated:July 3, 2016 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাকি আর ঠিক এক মাস৷ তারপরই রিওতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসর বসবে৷ তার আগে ওলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ব্রাজিলের মাটিতে তাঁরা যাতে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করতে পারেন, তার জন্যই উদ্বুদ্ধ করবেন প্রধানমন্ত্রী৷

গতবার লন্ডন ওলিম্পিকে সর্বোচ্চ ৮৩ জন অ্যাথলিট দেশের প্রতিনিধিত্ব করেছিলেন৷ এবার সেই সংখ্যাকে পিছনে ফেলে ১০০ জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ রিওতে পাড়ি দিচ্ছেন৷ আগামী কয়েক দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর৷ কারণ ৫ আগস্ট ওলিম্পিক শুরু হওয়ার আগে বাকি রয়েছে কয়েকটি কোয়ালিফাইং ইভেন্ট৷ ইতিমধ্যেই কোয়ালিফাই করা ১০০ জন প্রতিযোগী মোট ১৩টি ইভেন্টে অংশ নেবেন৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার দিল্লির মানেকশো সেন্টারে রিও কোয়ালিফায়ারদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি৷ সেখানে প্রতিযোগীদের শুভেচ্ছা জানাবেন তিনি৷ তবে রিওর প্রস্তুতির জন্য অনেক অ্যাথলিটই এখন দেশের বাইরে রয়েছেন৷ সেই কারণে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে সকলের দেখা করা হবে না৷

Advertisement

তবে ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আইওএ (ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশন)৷ সংস্থা জানিয়েছে, সোমবার মোদির সঙ্গে দেখা করার জন্য আইওএ-র সহ-সভাপতিকে আমন্ত্রণ জানায়নি ক্রীড়ামন্ত্রক৷ আইওএ-র এক আধিকারিকের দাবি, সভাপতি, সাধারণ সচিব, শ্যেফ-দে-মিশন ও ডেপুটি শ্যেফ-দে-মিশনকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কিন্তু সিনিয়র সহ-সভাপতি ও যুগ্মসচিবকেও আমন্ত্রণ জানানো উচিত ছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement