Advertisement
Advertisement

Breaking News

ওলিম্পিকে ব্যর্থতা রুখতে মোদির দাওয়াই টাস্ক ফোর্স

বিভিন্ন্ ‌গোত্রের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে টাস্ক ফোর্স৷ ক্রীড়া পরিকাঠামো, প্রশিক্ষণ, খেলোয়াড় নির্বাচন-সহ সব বিষয় নিয়েই সিদ্ধান্ত নেবেন তাঁরা৷

PM Modi announces Task force to prepare for the next three Olympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 9:57 am
  • Updated:July 13, 2018 6:17 pm  

স্টাফ রিপোর্টার: পি ভি সিন্ধু, সাক্ষী মালিক মুখরক্ষা করেছেন৷ তা নিয়ে সেলিব্রেশনের ঘাটতি না থাকলেও, আত্মতুষ্টিরও কোনও জায়গা নেই৷ সবথেকে বেশি সংখ্যক প্রতিযোগী এবছর পাঠানো হলেও, পদকের সংখ্যা হাতেগোনা মাত্র দুটি৷  রিও ওলিম্পিকে কার্যত মুখই পুড়েছে ভারতের৷ কিন্তু এবার এই ছবি বদলাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই লক্ষ্যে আগামী তিনটি ওলিম্পিককে পাখির চোখ করে এখন থেকেই উঠেপড়ে লাগতে চান তিনি৷ এমনকী, কোন পথে দেশের অ্যাথলিটরা এগোবেন, তার রূপরেখা তৈরি করতে  ক্যাবিনেট বৈঠক করে তিনি টাস্ক ফোর্স গঠনেরও সিদ্ধান্ত নিয়ে নিলেন৷

সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন্ ‌গোত্রের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে টাস্ক ফোর্স৷ ক্রীড়া পরিকাঠামো, প্রশিক্ষণ, খেলোয়াড় নির্বাচন-সহ সব বিষয় নিয়েই সিদ্ধান্ত নেবেন তাঁরা৷ কয়েকদিনের ভিতরেই টাস্ক ফোর্স গঠিত হবে৷ পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করবে ওই কমিটি৷ জানা গিয়েছে, ভারতীয়দের পাশাপাশি তাতে থাকবেন বিদেশি বিশেষজ্ঞরাও৷ ২০২০ টোকিও ওলিম্পিক-সহ ২০২৪ এবং ২০২৮ ওলিম্পিকের জন্যও কমিটি এখন থেকেই রোডম্যাপ তৈরি করবে৷

Advertisement

সদ্যসমাপ্ত রিও ওলিম্পিকে ১১৮জন ক্রীড়াবিদের দল পাঠিয়েছিল ভারত৷ যা দেশের ইতিহাসে বৃহত্তম৷ পদকপ্রাপ্তি দু’টি–ব্যাডমিণ্টনে সিন্ধুর রুপো ও কুস্তিতে সাক্ষীর ব্রোঞ্জ৷ সাফল্যের নিরিখে যা গত লন্ডন ওলিম্পিকের সাফল্যের থেকেও পিছনে৷ গত ওলিম্পিকে ভারত ছ’টি পদক পেয়েছিল৷ দেশের ক্রীড়া পরিকাঠামোর দুরবস্থাও এই ফলাফলে অনেকটাই প্রকাশ হয়ে গিয়েছে৷ জিমন্যাস্টিকসে অল্পের জন্য পদক হাতছাড়া করে দীপা কর্মকার মন জয় করলেও জানা গিয়েছে তাঁর সংগ্রামের কাহিনি৷ কীভাবে পুরনো স্কুটারের স্প্রিং দিয়ে অস্থায়ী ভল্টের উপকরণ বানিয়ে তাঁকে প্রশিক্ষণ দিয়েছেন কোচ বিশ্বেশ্বর নন্দী৷ সেই ছবিটাই পাল্টানোর জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগ৷১৯৯৬-এর আটলাণ্টা ওলিম্পিকে ব্যর্থতার পর প্রধানমন্ত্রী জন মেজরের উদ্যোগে এভাবেই ঘুরে দাঁড়িয়েছে ব্রিটেন৷ রিওতে পদক তালিকায় তারা এবার দ্বিতীয়৷ ভারত সেই পথে হাঁটতে পারবে কি না, সেটাই দেখার৷ প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন দীপা কর্মকার৷ আগামী ওলিম্পিকে বেশি সংখ্যক পদকজয়ের আশাও করছেন তিনি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement