Advertisement
Advertisement

Breaking News

সশব্দে বাতকর্ম, লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ফুটবলার!

ফুটবল মাঠে বিপক্ষের ফুটবলারকে খারাপভাবে ট্যাকল করলে বা রেফারির সঙ্গে বচসায় জড়ালে সাধারণত হলুদ বা লাল কার্ড দেখতে হয় ফুটবলারকে৷ কিন্তু এমন ঘটনা কি কেউ কখনও শুনেছেন৷ ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই সশব্দে বাতকর্ম!

Player sent off for farting loudly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 4:44 pm
  • Updated:June 23, 2016 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মাঝেই ফুটবলারের সশব্দ বাতকর্ম! বুঝুন কাণ্ড! এ ঘটনা কমেডি ছবির স্ক্রিপ্টে থাকলে হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরতে পারত৷ কিন্তু বাস্তবে শাস্তির মুখে পড়তে হল ফুটবলারটিকে৷

ফুটবল মাঠে বিপক্ষের ফুটবলারকে খারাপভাবে ট্যাকল করলে বা রেফারির সঙ্গে বচসায় জড়ালে সাধারণত হলুদ বা লাল কার্ড দেখতে হয় ফুটবলারকে৷ কিন্তু এমন ঘটনা কি কেউ কখনও শুনেছেন৷ ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই সশব্দে বাতকর্ম! আর তার জন্য দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলেন অ্যাডাম লিনডিন৷

Advertisement

সুইডেনে একটি নবম ডিভিশনের ফুটবল ম্যাচে পার্সাজেন এসকে দলের হয়ে খেলছিলেন অ্যাডাম৷ বিপক্ষের ফুটবলারকে ফাউল করায় ৬৫ মিনিটে একবার হলুদ কার্ড দেখে ফেলেছিলেন তিনি৷ তারপরই এমন অদ্ভূত কাণ্ড করে বসেন৷ আর তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে৷ নিজের কৃতকর্মে অবশ্য এতটুকুও লজ্জিত নন সুইডিশ অ্যাডাম৷ বরং এমন কাজের জন্য তাঁকে কার্ড দেখানোয় বেশ অবাক হয়েছেন তিনি! ম্যাচ শেষে বলছেন, “আমার পেটে সমস্যা ছিল৷ তাই বাতকর্ম করতে বাধ্য হয়েছিলাম৷ তারপরই আমায় হলুদ কার্ড ও লাল কার্ড দেখানো হল৷ জীবনে এমন অদ্ভূত অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি৷ রেফারিকে জিজ্ঞেস করি, মাঠে কি বাতকর্মের অনুমতি নেই? রেফারি বলেন ‘না’৷”

হলুদ কার্ড দেখানোর কারণ ব্যাখ্যা করে রেফারি ড্যানি ক্যাকো বলেন, “আমার মনে হয়েছিল বিপক্ষের ফুটবলারকে বিব্রত করার জন্য ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন অ্যাডাম৷ এটা একেবারেই অখেলোয়াড়োচিত আচরণ৷ সেই কারণেই আমি ওঁকে কার্ড দেখাই৷ তবে একথা ঠিক যে মাঠে বাতকর্মের জন্য সাধারণত কার্ড দেখানো হয় না৷ তবে মাঠের মধ্যে প্রস্রাব করলে তা অবশ্যই কার্ড দেখার মতোই ফাউল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement