সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজকে বিদায় জানালেও এখনও সেই চেনা ফর্মেই রয়েছেন বীরেন্দ্র শেহবাগ৷ নিজের বাক্যবানে বলে বলে ছক্কা মেরে চলেছেন তিনি৷ কখনও লেখিকা শোভা দে-কে লেট কাটে চার মারছেন তো কখনও একেবারে কায়দায় পি ভি সিন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ এক কথায় মাঠের মতো মাঠের বাইরেও প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন বীরু৷ বুধবার প্রাক্তন ভারতীয় ওপেনারের ব্যাটে ঘায়েল হলেন ইংল্যান্ডের সাংবাদিক পিয়ার্স মর্গ্যান৷
ভারতীয় ক্রীড়াবিদদের দিকে আঙুল তোলা যে শেহবাগ একেবারেই পছ্ন্দ করেন না, তা আরও একবার বুঝিয়ে দিলেন৷ মর্গ্যানের টুইটের কড়া জবাব দিলেন বীরু৷ রিও ওলিম্পিকে ভারতের প্রাপ্য দু’টি পদক৷ একটি রুপো ও একটি ব্রোঞ্জ৷ সাক্ষী মালিক ও পি ভি সিন্ধুর সাফল্য গোটা দেশই সেলিব্রেট করছে৷ এই বিষয়টিকেই খোঁচা দিলেন ইংল্যান্ডের সাংবাদিক৷ তিনি টুইট করেছেন, “১২০ কোটির দেশ দু’টো হেরে যাওয়া পদক নিয়ে চূড়ান্ত সেলিব্রেশনে মেতেছে৷ এটা কি লজ্জার নয়?”
Country with 1.2 billion people wildly celebrates 2 losing medals. How embarrassing is that? https://t.co/FYSBM7ErAf
— Piers Morgan (@piersmorgan) 24 August 2016
উত্তরে পুল শট হাঁকিয়ে মর্গ্যানকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বীরু৷ তিনি লিখছেন, “আমরা ছোট ছোট খুশিও বড় করে সেলিব্রেট করতে ভালবাসি৷ ইংল্যান্ড ক্রিকেটের জনক৷ অথচ এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জেতেনি তারা৷ তা সত্ত্বেও বিশ্বকাপে খেলে চলেছে৷ এটাও তো তাহলে লজ্জার৷”
We cherish every small happiness’,
But Eng who invented Cricket,&yet2win a WC,still continue to playWC.Embarrassing? https://t.co/0mzP4Ro8H9— Virender Sehwag (@virendersehwag) 24 August 2016
শেহবাগের এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ দু’ঘণ্টার মধ্যে সাড়ে পাঁচ হাজারেরও বেশি রিটুইট হয়৷ তবে এতেও থামেননি মর্গ্যান৷ তিনি লিখেছেন, “ঠিকই বলেছেন কিংবদন্তি, এটা সত্যিই লজ্জার৷ কিন্তু কেভিন পিটারসেন এখনও খেললে ইংল্যান্ডে বিশ্বকাপ জিততে পারত৷ যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল আর পিটারসেন ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন৷”
Very embarrassing, Legend.
If @KP24 was playing, we’d win the WC.
Just as we won T20 WC & he was Man of Series. https://t.co/50X5YMQSQU— Piers Morgan (@piersmorgan) 24 August 2016
মর্গ্যান যতই যুক্তি দেখান, শেহবাগও ছেড়ে দেওয়ার পাত্র নন৷ তিনি পাল্টা টুইট করেন, “পিটারসেন একজন কিংবদন্তি৷ তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ তবে তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্মেছিলেন৷ আর আপনার হিসেব অনুযায়ী, ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডেরই জেতা উচিত ছিল৷ কারণ সেবার কেপি দলে ছিলেন৷ ভারতীয়রা সেলিব্রেট করলে আপনার অসুবিধা কোথায়?”
KP is a legend no doubt,bt wasnt he born in SA,&by ur logic Eng shd hv won 2007WC.
Why hv prblm wid our ppl,celbrtng https://t.co/ZigCrzVG05— Virender Sehwag (@virendersehwag) 24 August 2016
শেহবাগের চূড়ান্ত ফর্মের সামনে আর মুখ খোলার সাহস করেননি ব্রিটিশ সাংবাদিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.