সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক কেরিয়ারে সবথেকে বড় জয় পেয়েছেন পল পোগবা। দল উঠেছে ফাইনালে। বিশ্বকাপের সেমিতে জয় সাধারণত পরিবারের সদস্য, কোচ কিংবা দেশের কিংবদন্তীদেরই উৎসর্গ করেন ফুটবলাররা। কিন্তু ব্যতিক্রম ফ্রান্সের পল পোগবা। থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবালরদেরই তিনি উৎসর্গ করলেন এই জয়।
[ দেশের জয়ে বন্য সেলিব্রেশন ফরাসি ফুটবলপ্রেমীদের, পদপিষ্ট হয়ে আহত ৩০ ]
সেমিতে বেলজিয়ামের বিরুদ্ধে জয়ের পরই টুইট করেন ফরাসি মিডফিল্ডার। থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদেরই হিরো বা নায়ক বলে অভিহিত করেন তিনি। জানান, এই জয় ওই খুদে নায়কদেরই। ওরা সত্যিই লড়াকু মানসিকতার। পোগবাদের নিজেদের যুদ্ধও অবশ্য সহজ ছিল না। ব্রাজিলের মতো দলকে মাটি ধরিয়ে দিয়েছিল যে বেলজিয়াম, সেই হ্যাজার্ড-লুকাকুদের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। কিন্তু দেশঁর স্ট্র্যাটেজি আর গ্রিজম্যানদের দক্ষতায় এবার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ছড়িয়ে পড়েছে ফরাসি সুগন্ধ। গোটা ফ্রান্স দলের জন্যই এ বড় সুখের মুহূর্ত। তবু এই জয় ওই খুদে ফুটবলারদের জন্যই তুলে রাখলেন পোগবা। থাইল্যান্ডের এক গুহায় গিয়ে আটকে পড়েছিল খুদে ফুটবলারদের একটি দল। আনন্দ আর অ্যাডভেঞ্চারের নেশায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। টানা ১৫ দিন ওই গুহায় বন্দি, চলে জীবনের সঙ্গে লড়াই। কিন্তু হাল ছাড়েনি খুদেরা এবং তাদের কোচ। সেনা যখন তাদের কাছে পৌঁছাতে পেরেছিল, তখনও পরিবারের লোকেদের আশ্বস্ত করতে জন্মদিন সেলিব্রেশনের কথা জানিয়ে চিঠি দিয়েছিল এক খুদে। পরে সেনার পরিকল্পনায় তাদের উদ্ধার করা হয়। গুহা থেকে জল সরিয়ে, ডাইভাররা এক এক জন খুদে ফুটবালকে উদ্ধার করে। ফুটবলের স্পিরিটের পাশাপাশি, এই খুদেরা যেভাবে জীবনের সঙ্গে লড়াইয়েও নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তা মুগ্ধ করেছে পোগবাকে। তাই নিজেদের যুদ্ধজয়ের থেকেও বড় যুদ্ধজয় মনে করেছেন খুদেদের এই লড়াইকে। তাদেরই উৎসর্গ করেছেন এই জয়।
This victory goes to the heroes of the day, well done boys, you are so strong 🙏🏾 #thaicaverescue #chiangrai pic.twitter.com/05wysCSuVy
— Paul Pogba (@paulpogba) July 10, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.