সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নের (Nathan Lyon) প্রশংসায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছেন কামিন্স ও লিয়ন। অ্যালেক্স ক্যারি যখন আউট হন, তখন অস্ট্রেলিয়ার ম্যাচ জেতার জন্য দরকার ছিল ৫৪ রান। কিন্তু কামিন্স ও লিয়ন শান্ত ভাবে ম্যাচ বের করে নেন। ম্যাচ জেতার পরে কামিন্স বন্দনা চলছে। কামিন্স কিন্তু প্রশংসা করেছেন সতীর্থ লিয়নের। বলছেন, লিয়নকে পাওয়া যে কোনও অধিনায়কের কাছেই স্বপ্নের মতো ব্যাপার।
লিয়নের প্রশংসা করে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলছেন, ”লিয়ন সত্যিকারের সুপারস্টার। শান্ত থাকে। নিজের কাজে মগ্ন থাকে। একজন অধিনায়কের স্বপ্ন লিয়ন।”
এজবাস্টন টেস্টে লিয়ন বল হাতে নেন আটটি উইকেট। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট নেন অভিজ্ঞ স্পিনার লিয়ন। প্রথম ইনিংসে লিয়ন মাত্র এক রান করেন ঠিকই। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের সঙ্গে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। দিনের শেষে লিয়ন অপরাজিত থেকে যান ১৬ রানে। কামিন্সও অপরাজিত থাকেন ৪৪ রানে।
কামিন্স যখন ব্যাট করতে নামেন তখন অজিদের হাতে ছিল তিন উইকেট। ম্যাচ তখন অস্ট্রেলিয়ার সাজঘর থেকে বহুদূরে। কিন্তু কামিন্স ও লিয়ন অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান। নাথান লিয়ন দুরন্ত অন ড্রাইভে বাউন্ডারি মারার পরে কামিন্সের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল অজি অধিনায়ককে। জবাবে তিনি বলেন, ”ও দুরন্ত বাউন্ডারি মারার পরে আমার পাশ দিয়ে যাচ্ছিল, আমি ওকে বলি দুরন্ত শট খেলেছো।”
অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড কামিন্সের প্রশংসা করে লিখেছে, ”দু’বছর ধরে কামিন্স যে দলের অধিনায়ক ও ক্যাপ্টেন, সেটা ও দেখিয়েছে। কামিন্স আরও দেখিয়েছেন, আসল সময়ে প্রত্যাঘাতও করতে পারেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.