Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

বদলের সিন্ধুতে আস্থা প্রকাশ পাড়ুকোনের

সিন্ধুকে নিয়ে অলিম্পিক পদকের হ্যাটট্রিকের স্বপ্ন দেখাই যায়।

Paris Olympics 2024: Prakash Padukone expressed confidence in changing PV Sindhu

পিভি সিন্ধু।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 29, 2024 3:31 pm
  • Updated:July 29, 2024 5:04 pm  

বোরিয়া মজুমদার, প্যারিস: গত এপ্রিলের কথা। প্যারিসে পিভি সিন্ধুর সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম প্রকাশ পাড়ুকোনের সঙ্গে। ভারতীয় ব্যাডমিন্টনের এই কিংবদন্তি শুনিয়েছিলেন, জোড়া অলিম্পিক পদকের মালিক সিন্ধুকে তৈরি করার জন্য তিনটি বিষয়ের উপর জোর দিচ্ছেন তিনি। প্রথমত সিন্ধুর শট নির্বাচন। প্রকাশের লক্ষ্য ছিল, সিন্ধু যেন নিজেই ঠিক করতে পারেন কোন পরিস্থিতিতে কোন শট খেলতে হবে। তিনি যেন কোর্টের পাশে থাকা কোচের মুখাপেক্ষী হয়ে না থাকেন।
রবিবার প্যারিসে অলিম্পিক (Paris Olympics 2024) ব্যাডমিন্টনের সিঙ্গলসে অভিযান শুরু করলেন সিন্ধু। দাপট নিয়ে, প্রতিপক্ষকে হেলায় হারিয়ে। যে সম্ভাবনার কথা আগেই বলছিলেন প্রকাশ। “বলা যেতেই পারে, সিন্ধু পুরোপুরি তৈরি। আর আমি তো বলব, সিন্ধু পদকের দাবিদার হিসাবেই প্যারিসে নামতে চলেছে। সত্যি বলতে, প্যারিসে ভারত এমন অনেক ইভেন্টে নামবে যেখানে পদক জয়ের সম্ভাবনা নেই। কিন্তু সিন্ধুর ক্ষেত্রে বিষয়টি অন্য। এটা ঠিক যে ওর উপর সোনা জয়ের প্রত্যাশা এবার কম। আর এটা ওর জন্য আশীর্বাদ হিসাবে দেখছি আমি। কারণ এর ফলে অনেক খোলা মনে খেলতে নামবে ও,” শোনাচ্ছিলেন তিনি। এদিন প্যারিসের কোর্টে যেন প্রকাশের কথারই বাস্তবায়ন দেখা গেল সিন্ধুর র‌্যাকেটে।

[আরও পড়ুন: ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গলের সামনে এয়ারফোর্স, সমর্থকদের স্বপ্নপূরণ করাই লক্ষ্য কুয়াদ্রাতের]

শেষ কয়েক মাসে কতটা পরিবর্তন দেখতে পেয়েছেন প্রকাশ? ভারতীয় ব্যাডমিন্টনের এই কিংবদন্তির কথায়, “আমি আগেই আপনাকে বলেছি সিন্ধুর তিনটি বিষয়ে কাজ করার কথা। এখন ও অনেক ভালো অবস্থায় আছে। শট নির্বাচনের ক্ষেত্রে ও এখন আর দ্বিধাগ্রস্ত হয় না। আমার মতে, ও যেখানে রয়েছে, সেখানেই ওর থাকার কথা। আসলে আমরা ওর মানসিক জোর বাড়ানোর দিকে নজর দিয়েছিলাম। আর সিন্ধুও নিজেকে বাড়তি চাপের মধ্যে ফেলেনি। বরং নিজের ফোকাস ঠিক রেখেছে। শারীরিকভাবেও ও এখন সেরা ফর্মে ফিরছে। প্যারিসে ওকে অন্য রূপে দেখা যাবে।”
প্যারিসে আসার আগে পাঁচ সপ্তাহ জার্মানিতে ট্রেনিং করেছেন সিন্ধু। সেকথাই বলছিলেন প্রকাশ, “জার্মানিতে পাঁচ সপ্তাহ ট্রেনিং নিয়েছে সিন্ধু। আমি শেষ ১২ দিন ওর সঙ্গে ছিলাম। আসলে সিন্ধুর সঙ্গে ১০ দলের একটা দল ছিল যারা ওর খুঁটিনাটি বিষয়ের উপর নজর রেখেছিল। তারাই ওকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।”
অবশ্য প্যারিসে সিন্ধুর পদক-পথ কাঁটায় ভরপুর। সেমিফাইনাল পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষের মধ্যে রয়েছে হি বিংজিয়াও, চেন ইউ ফেই, ক্যারোলিন মারিনরা। যাঁদের বিরুদ্ধে কোনওকালেই তেমন স্বচ্ছন্দ্য নন সিন্ধু। প্রকাশ অবশ্য ভরসা রাখছেন ছাত্রীর উপর, “আমি বলব, সিন্ধু ঠিকঠাক ড্র পেয়েছে। অলিম্পিকের মতো ইভেন্টে সাফল্য পাওয়ার জন্য আপনাকে ভালো খেলতেই হবে। আর পদক জয়ের ক্ষেত্রে একজন-দু’জন তারকাকেও হারাতে হবে। ড্রয়ে অন্য অর্ধে পড়লে সিন্ধুকে হয়তো খেলতে হত আন সে ইয়ং বা তাই জু ইংয়ের বিরুদ্ধে। সেটাও কি সহজ পথ হত?
ফলে ড্র নিয়ে ভেবে লাভ নেই। বরং একটা করে ম্যাচ ধরে এগোতে হবে। যে পরিস্থিতিতে সিন্ধু আছে, তাতে আশা করছি বিংজিয়াওকে হারাতে পারবে ও। সেটা পারলে চেনকে হারাতেও সমস্যা হবে না। সিন্ধু অতীতেও এদের হারিয়েছে। প্যারিসে ফের না হারানোর কোনও
কারণ নেই।”
সত্যিই, যেভাবে রবিবার সিন্ধু শুরুটা করেছেন, তাতে অলিম্পিক পদকের হ্যাটট্রিকের স্বপ্ন দেখাই যায়।

Advertisement

[আরও পড়ুন: জেতা ম্যাচ ‘ডিলিট’, মিলল না পয়েন্ট! অলিম্পিকে কঠিন চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement