Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

অলিম্পিকে ইতিহাস, নজির গড়ে ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনালে ভারতের অবিনাশ

চলতি অলিম্পিকের একমাত্র ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ফাইনালে উঠেছেন অবিনাশ।

Paris Olympics 2024: Avinash Sable qualifies for 3000 meter steeplechase final

ছবি: পিটিআই

Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2024 9:10 am
  • Updated:August 6, 2024 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। এবার অলিম্পিকে ইতিহাস অবিনাশ সাবলের। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ৩০০০ হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে উঠেছেন তিনি। সোমবার ট্র্যাকে নেমেই চমকে দিয়েছেন ক্রীড়াদুনিয়াকে। চলতি অলিম্পিকের একমাত্র ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ফাইনালে উঠেছেন অবিনাশ।

সোমবার ৩০০০ মিটার স্টিপলচেজের দ্বিতীয় হিটে রাখা হয়েছিল অবিনাশের নাম। দৌড় শুরু হতেই দারুণ গতি তুলে ফেলেন ভারতীয় অ্যাথলিট। প্রথম চারটি ল্যাপে প্রতিপক্ষদের তুলনায় অনেকখানি এগিয়ে যান অবিনাশ। তবে দৌড় শেষ হওয়ার দিকে বেশ কমে যায় তাঁর গতি। পঞ্চম ল্যাপে তিনি চলে যান তৃতীয় স্থানে।

Advertisement

[আরও পড়ুন: হাসিনা দেশ ছাড়লেও থামছে না মৃত্যুমিছিল, একদিনে বাংলাদেশে নিহত ১৩৫

তবে পিছিয়ে পড়লেও ফের দুরন্ত প্রত্যাবর্তন অবিনাশের। শেষ ল্যাপের আগেই আবারও গতি বাড়াতে দেখা যায় তাঁকে। দ্বিতীয় স্থানে ফের উঠে আসেন তিনি। তবে শেষ ল্যাপে আর সেভাবে গতি বাড়ানোর চেষ্টা করেননি। বরং ফাইনালের আগে শক্তি সঞ্চয় করার কথা ভেবে নিজেকে আটকে নেন। শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে হিট শেষ করেন অবিনাশ। ৩০০০ মিটার স্টিপলচেজ দৌড় শেষ করতে সময় নেন ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড।

গত বছরের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন অবিনাশ। গেমস রেকর্ড গড়ে ৮:১৯.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। এবার অলিম্পিকের হিটেই তার থেকে অনেক কম সময়ে দৌড়েছেন তিনি। তাহলে কি অবিনাশের হাতেও অলিম্পিকের পদক দেখা যাবে? অ্যাথলেটিক্সে পদকের খরা কাটাবেন দৌড়বিদ? উত্তর মিলবে ৮ আগস্ট। ওই দিনই পদকের লড়াইয়ে ফাইনালে নামবেন অবিনাশ।

[আরও পড়ুন: সেনাশাসন নয়, ‘দেশ গড়তে’ ইউনুসকেই চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement