Advertisement
Advertisement

Breaking News

প্যারালিম্পিয়ানরা কেন খেলরত্ন পাবেন না, ক্রীড়ামন্ত্রীর মন্তব্যে সরব মিলখা

প্যারালিম্পিক খেলোয়াড়দের যোগ্য সম্মান থেকে বঞ্চিত করলে ক্রীড়াজগতের কাছে ঘটনাটি বেশ লজ্জাজনক হবে৷

Paralympic medallists might not get 'Khel-Ratna'  according to Sports ministry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 5:33 pm
  • Updated:September 16, 2016 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের হয়ে ইতিমধ্যেই চারটি মেডেল পেয়েছেন প্যারালিম্পিক খেলোয়াড়রা৷ হাই জাম্প থেকে শটপাট বিভিন্ন খেলায় নজির গড়েছেন তাঁরা৷ কিন্তু এরকম সাড়া জাগানো কৃতিত্বের পরেও ভারতীয় খেলোয়াড়দের শ্রেষ্ঠ পুরস্কার ‘রাজীব গান্ধী খেলরত্ন’র দাবিদার নাও হতে পারেন এই ওলিম্পিক খেলোয়াড়রা৷ এমনটাই দাবি করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷

আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন মিলখা সিং৷ প্যারালিম্পিক খেলোয়াড়রা কঠিন বাস্তবের সঙ্গে যুঝে তাঁদের লক্ষ্যে পৌছয়৷ তাঁদের কৃতিত্ব কেবল ভাল খেলার প্রদর্শন করা নয়, বাস্তবের সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ারও৷ তাঁদের এই লড়াইকে সম্মান জানানো ভারতবাসীর কর্তব্য৷ কিন্তু সেই শ্রেষ্ঠ সম্মান থেকেই তাঁরা বঞ্চিত থাকবেন৷ মিলখা সিং জানিয়েছেন এঁরাই প্রকৃত ‘খেলরত্ন’ পাওয়ার যোগ্য৷ স্বাভাবিক পরিস্থিতি না থাকা সত্ত্বেও মনের জোর আর কঠোর পরিশ্রম তাঁদের এই স্বীকৃতি এনে দিয়েছে৷ অন্যান্য ওলিম্পিক খেলোয়াড়দের মতই তাঁরাও ভারতবর্ষকে গর্বিত করেছেন৷ এই প্যারালিম্পিক খেলোয়াড়রা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবেন৷ ভারতের ক্রীড়া ইতিহাসে যাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখার কথা তাঁদের কে সম্মান দিতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে কেন?

Advertisement

কিন্তু কেন মেডেল জিতেও এই সম্মান পাবেন না দীপা মালিক, মারিয়াপ্পানরা?

এদিকে ওলিম্পিকে মেডেল জিতলেই তো সরাসরি ‘খেলরত্ন’ পুরস্কারের দাবিদার হন খেলোয়াড়রা৷ বিজয় গোয়েল এই প্রসঙ্গে জানিয়েছেন, প্যারালিম্পিক খেলোয়াড়দের নিয়ে এমন কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি৷ তবে শীঘ্রই এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে৷ বিশেষজ্ঞমহল অবশ্য দাবি করছে, প্যারালিম্পিক খেলোয়াড়দের যোগ্য সম্মান থেকে বঞ্চিত করলে ক্রীড়াজগতের কাছে ঘটনাটি বেশ লজ্জাজনক হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement