Advertisement
Advertisement

সোনাজয়ী দেবেন্দ্রকে ৭৫ লক্ষ টাকা ও জমি দিচ্ছে রাজস্থান সরকার

সরকারি পুরস্কারের পাশাপাশি দেবেন্দ্রর কীর্তিকে সম্মানিত করবে যশ রাজ ফিল্মসও৷

Paralympian Devendra Jhajharia awarded rs 75 lakhs, plot in Jaipur by Rajasthan Government
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 8:41 pm
  • Updated:September 12, 2023 3:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাবা আমি ক্লাসে ফার্স্ট হয়েছি৷ এবার তোমার পালা৷” কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষায় প্রথম হয়ে ৬ বছরের জিয়া, বাবা দেবেন্দ্র ঝাঝরিয়ার দিকে এমন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল৷ বাবাও সানন্দে মেয়ের চ্যালেঞ্জ মেনে নেন৷ ছোট্ট জিয়াকে হতাশ হতে হয়নি৷ দ্বিতীয়বার প্যারালিম্পিকের মঞ্চ থেকে বাবা সোনা নিয়ে বাড়ি ফিরছেন৷ উচ্ছ্বসিত দেবেন্দ্র বলছিলেন, “প্যারালিম্পিকের মঞ্চে মেয়ের কথাগুলো কানে বাজছিল৷ এই জয়ে আমার থেকেও বেশি খুশি ও হবে৷ ওর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে আছি৷”

২০০৪ এথেন্স প্যারালিম্পিকের পর ফের রিওতে জ্যাভলিন থ্রোয়ের এফ ৪৬ ইভেন্টে দেশকে সোনা উপহার দিলেন রাজস্থানের এই অ্যাথলিট৷ একমাত্র ভারতীয় হিসেবে প্যারালিম্পিকে জোড়া সোনা জয়ের নজির গড়লেন দেবেন্দ্র৷

Advertisement

devendrajhajhariaafp_1473844646

মাত্র আট বছর বয়সে ইলেকট্রিক শকে বিকল হয়ে যায় তাঁর বাঁ হাত৷ তখন থেকে একটা হাতই সম্বল৷ কিন্তু প্রতিবন্ধকতা অর্জুন দেবেন্দ্রর লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি৷ তাঁর জয়ে গর্বিত রাজস্থানও৷ আর তাই রাজস্থান সরকার তাঁর জন্য ৭৫ লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে৷ শুধু তাই নয়, রাজধানী জয়পুরে ২০০ বর্গ মিটারের একটি প্লট ও গঙ্গানগরে ২৫ বিঘা জমিও তাঁকে দিচ্ছে রাজস্থান সরকার৷

সরকারি পুরস্কারের পাশাপাশি দেবেন্দ্রর কীর্তিকে সম্মানিত করবে যশ রাজ ফিল্মসও৷ গত মাসে রিও ওলিম্পিকে পদকজয়ী ভারতীয়দের অর্থ পুরস্কার দিয়েছিল যশ রাজ ফিল্মস৷ প্যারালিম্পিকেও তার ব্যতিক্রম হচ্ছে না৷ প্রযোজক সংস্থার তরফে জানানো হয়েছে, রিওতে সোনাজয়ী প্রতিটি প্যারালিম্পিয়ানের হাতে ১০ লক্ষ টাকা অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement