Advertisement
Advertisement
Deepa Malik

প্যারালিম্পিয়ান দীপাকে ৪ কোটি টাকা ও চাকরি দিচ্ছে সরকার

দিল্লি বিমানবন্দরে দীপাকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন তাঁর অনুগামীরা৷

Rs 4 crore and a government job for Paralympian Deepa Malik
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 6:14 pm
  • Updated:June 6, 2019 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে দেশের মুখ উজ্জ্বল করেছেন দীপা মালিক৷ চলতি প্যারালিম্পিকের শটপাটে প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে রুপো জিতে নজির গড়েছেন তিনি৷ সেই কারণেই তাঁকে সংবর্ধনা জানাতে চলেছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ৷ হরিয়ানা সরকার স্পোর্টস স্কিমে তাঁকে ৪ কোটি টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল৷ এবার সেই পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে প্যারালিম্পিকের বয়োজ্যেষ্ঠ ভারতীয় অ্যাথলিটের হাতে৷ সেই সঙ্গে দীপার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী হরিয়ানা সরকারের তরফে একটি সরকারি চাকরিও দেওয়া হচ্ছে তাঁকে৷

dm3600_1474173862

Advertisement

শনিবারই দেশে ফিরেছেন রজতকন্যা৷ দিল্লি বিমানবন্দরে দীপাকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন তাঁর অনুগামীরা৷ ২০০৮ সালে যমুনায় সাঁতার কেটে এক অনন্য নজির গড়েছিলেন তিনি৷ সেই কৃতিত্বের জন্য ২০১২ সালে তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিতও করা হয়৷ এই ওলিম্পিকের পদক ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি আন্তর্জাতিক পদক ও ৫৮টি জাতীয় স্বর্ণ পদক৷ শিরদাঁড়ায় টিউমার হওয়ার জন্য ১৯৯৯ থেকে হুইল চেয়ারই সঙ্গী তাঁর৷ তবু আত্মবিশ্বাস হারাননি৷ কঠোর মানসিক শক্তিই তাঁকে আজ এত বড় মঞ্চে সাফল্য এনে দিয়েছে৷ সরকারের তরফে এমন সম্মান পেয়ে আপ্লুত দীপাও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement