Advertisement
Advertisement

Breaking News

বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিপাকে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ

স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ল সরফরাজের কুকীর্তি।

Pakistan's Sarfraz Ahmed abuses South African cricketer
Published by: Subhamay Mandal
  • Posted:January 24, 2019 11:24 am
  • Updated:January 24, 2019 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণবিদ্বেষী বিতর্কে বিদ্ধ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন আন্ডিল ফেলুকাওকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসলেন পাকিস্তান অধিনায়ক।

ঘটনাটা কী? ২০৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮০ রানে ৫ উইকেট হারায়। তাসের ঘরের মতো ভেঙে পড়া টপ অর্ডারের বিপর্যয়ের রেশ কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান ফেলুকাও। ৩৭তম ওভারে শাহিন আফ্রিদির বলে ফেলুকাও সিঙ্গল নেওয়ার সময় তাঁকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসেন পাক অধিনায়ক। স্টাম্প মাইক্রোফোনে যা পুঙ্খানুপুঙ্খ ধরা পড়ে। ফেলুকাওর উদ্দেশে সরফরাজ বলেন, “শোন ফেলুকাও তোর গায়ের রং কালো। তোর মা গ্যালারির কোথায় বসেছে? তোকে কী এমন পরিয়ে পাঠিয়েছে যে এ রকম খেলছিস?”

Advertisement

[কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি]

সরফরাজের এ হেন মন্তব্যের পর স্বভাবতই ক্রিকেটবিশ্বে উঠেছে ঝড়। সরফরাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাক্তন পাকিস্তান মহাতারকা শোয়েব আখতার জানিয়ে দেন ফেলুকাওর কাছে ক্ষমা চাওয়া উচিত পাক অধিনায়কের। টুইটারে এক বিশেষ ভিডিও বানিয়ে শোয়েব বললেন, “পাকিস্তানি হিসাবে সত্যি খুব খারাপ লাগছে। আমার মনে হয় ম্যাচে ও রকম পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সরফরাজ। কিন্তু এত খারাপ মন্তব্য মেনে নেওয়া যায় না। ফেলুকাওর কাছে ক্ষমা চাওয়া উচিত সরফরাজের।” শোয়েবের তোপ দাগার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমাও চেয়ে নিলেন সরফরাজ। যিনি টুইট করে লেখেন, “আমার ভুল হয়ে গিয়েছে। ম্যাচের ও রকম পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারিনি।” সরফরাজ ক্ষমা চাইলেও টুইটার জুড়ে সবাই দাবি করেন যাতে কড়া শাস্তির মুখে পড়েন পাক অধিনায়ক।

তবে সরফরাজের স্লেজিংও ফেলুকাওকে থামাতে পারেনি। যাঁর অপরাজিত ৬৯ রানের ইনিংসের সৌজন্যে মঙ্গলবারের ম্যাচে শেষ হাসিটা হাসে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement