Advertisement
Advertisement

Breaking News

Pakistan

কাঁধে সুটকেস, হাতে ব্যাগ, বিমানবন্দরে বেজায় বোঝায় নাজেহাল পাক দল!

রইল পাক ক্রিকেটারদের মালবহনের ভিডিও।

Pakistani players loaded their luggage on the truck । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 1, 2023 8:20 pm
  • Updated:December 1, 2023 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের মাল নিজেরাই বহন করছেন পাক ক্রিকেটাররা। তাঁরা মালপত্র, কিটব্যাগ তুলছেন ট্রাকে। এমন দৃশ্য কি স্মরণকালের মধ্যে দেখা গিয়েছে?
অস্ট্রেলিয়ায় (Australia) তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছেন মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। স্যর ডনের দেশে পা রেখে নিজেদের মাল নিজেরাই বহন করলেন। কিটব্যাগ এবং অন্যান্য মালপত্র ট্রাকেও তুললেন। যে দৃশ্য ক্যামেরাবন্দি হল। তা দেখার পরে অনেকেই অবাক। পাকিস্তানের ক্রিকেটের এমন অবস্থা কেন, এমন জল্পনাও শুরু হয়ে যায়। অবাক করার মতো ঘটনা হল, পাকিস্তান ক্রিকেট দলকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন না কেউ। না ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ, না পাকিস্তান দূতাবাসের কোনও ব্যক্তি। 

[আরও পড়ুন: ধোনিকে সেরা অধিনায়ক তকমা দিলেও, ‘মনের মানুষ’ কে? অকপট অশ্বিন]

১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তবে কি সিরিজ চলাকালীনও নিজেদের মাল নিজেদেরই বইতে হবে রিজওয়ানদের? সিনিয়র ক্রিকেটার মহম্মদ রিজওয়ান দলের বাকি সতীর্থদের মালপত্র বহনে সাহায্য করছেন, এমন দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

Advertisement

বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করেছে পাকিস্তান। দেশে ঝড় ওঠে বাবর আজমদের নিয়ে। বিশ্বকাপের পরে সেদেশের ক্রিকেটে ব্যাপক পরিবর্তনও হয়েছে। এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। বিমানবন্দরে পা রাখার পরেই দেখা গিয়েছে রিজওয়ানরা নিজেদের মাল নিজেরাই ট্রাকে তুলছেন। যা দেখার পরে সোশাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়েছে। 

[আরও পড়ুন: কোর্টে ফিরছেন নাদাল, কেরিয়ারে ইতি টানার আগে ‘রাঙিয়ে’ দেওয়ার প্রতিশ্রুতি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement