সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খালিদ লতিফ ও সরজিল খানের সাসপেন্ড হওয়ার পর এবার ইরফান খান। ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক পাক ক্রিকেটারের নাম জড়াল পিএসএল ম্যাচ গড়াপেটা কাণ্ডে। গত ২৪ ঘণ্টায় তৃতীয় খেলোয়াড় যাঁকে চলতি পাকিস্তান সুপার লিগ থেকে সাসপেন্ড করা হল। মোবাইল ফোন-সহ ইরফানের সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে পাক বোর্ডের আধিকারিকরা। জানিয়েছে পাক সংবাদমাধ্যম। পাক বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পিএসএলে ম্যাচ গড়াপেটার পিছনে কোনও আন্তর্জাতিক চক্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সরজিল, লতিফ এবং ইরফান পিএসএলে একই দল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন। এর মধ্যে সরজিল এবং ইরফান চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খেলেছিলেন। এর আগে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হওয়ায় সাসপেন্ড করা হয়েছিল সরজিল খান ও খালিদ লতিফকে। এক বিবৃতিতে পাক বোর্ডের তরফে জানান হয়, ‘আইসিসির তত্ত্বাবধানে পিসিবি ওই ঘটনাটির তদন্ত করছে। আপাতত সরজিল ও লতিফকে সাসপেন্ড করা হয়েছে। খেলার মাঠে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.