Advertisement
Advertisement

ভারতে হকি বিশ্বকাপ খেলতে আসার ছাড়পত্র পেল পাক জুনিয়র দল

শনিবার সরকারের কাছ থেকে জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমতি পেল৷

Pakistan Junior Hockey team get government clearance for World Cup in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 4:04 pm
  • Updated:November 19, 2016 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে লাগাতার পাক সন্ত্রাস হানায় ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ বিশেষ করে উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের জেরে পরস্পরের মধ্যে ক্ষোভ এখন প্রকাশ্যে এসে পড়েছে৷ তা সত্ত্বেও জুনিয়র হকি দলকে ভারতে খেলতে আসার অনুমতি দিল পাক প্রশাসন৷

২৬/১১ মুম্বই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল৷ আইপিএল-ও পাক ক্রিকেটারদের অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী৷ তবে সম্প্রতি আরও কড়া হয়েছে বিসিসিআই৷ আইসিসি-র কোনও ইভেন্টেই পাকিস্তানের সঙ্গে তারা খেলতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ চলতি বছর ভারতে কবাডি বিশ্বকাপেও খেলার অনুমতি পাননি পাক খেলোয়াড়রা৷ এমন পরিস্থিতিতে হকি দলকে ভারতে আসার অনুমতি দিল পাক সরকার৷

Advertisement

শনিবার সরকারের কাছ থেকে জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমতি পেল৷ এদিন পাক হকি ফেডারেশন জানিয়েছে, তারা লখনউয়ে আসন্ন জুনিয়র বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে৷ লখনউতে ৮-১৮ ডিসেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে৷ পাক হকি ফেডারেশনের আশা, জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দল ভালই পারফরম্যান্স করবে৷

দীর্ঘদিন ধরেই জুনিয়র বিশ্বকাপে পাক হকি দলের অংশগ্রহণ নিয়ে টালবাহানা চলছিল৷ বিশ্বস্তসূত্রে খবর, পাক মন্ত্রক এনওসি দেওয়ায় খুশি হকি খেলোয়াড়রাও৷ তবে পাক জুনিয়র হকি দলকে ছাড়পত্র না দেওয়ার কোনও কারণ ছিল না৷ কারণ, বেশ কিছুদিন ধরেই লখনউতে শিবির করে প্র্যাকটিস করছিল পাক জুনিয়র দল৷ ফলে বিশ্বকাপের আগেই যখন তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে বিশ্বকাপে অংশ নিতে বাধা দেওয়ার কোনও কারণ নেই বলেই মনে করেছিলেন প্রাক্তন পাক হকি তারকারা৷ ভারতে আসার অনুমতির পাশাপাশি পাক সরকার কুড়ি মিলিয়ন টাকা পাক হকির উন্নতির জন্য বরাদ্দ করেছে বলেও জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement