Advertisement
Advertisement

ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন, আজ ফের চমক দেবেন এই পাক ফ্যান

তাঁর কীর্তিকে কুর্নিশ জানাবেন আপনিও৷

Pakistan fan, who sang Indian anthem, has another plan
Published by: Tanujit Das
  • Posted:September 23, 2018 11:24 am
  • Updated:September 23, 2018 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে যখন ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করছে পাক রেঞ্জার্সরা, তখনই ক্রিকেটের ময়দানে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন পাক নাগরিক আদিল রাজ৷ শেষ ভারত-পাক ম্যাচে গ্যালারিতে বসে ভারতীয় জাতীয় সংগীতে গলা মিলিয়েছেন তিনি ৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও৷ প্রশংসা আসে সব মহল থেকে৷ চরম বিরোধের আবহেও শান্তির আশার আলো জাগিয়ে রবিবারের ভারত-পাক ম্যাচেও নতুন কিছু করতে চান এই ক্রিকেট অনুরাগী৷ বিশ্বের কাছে বার্তা দিতে ভারত-পাকিস্তান ‘এক এবং অনন্য’৷

[বাংলাদেশের বিরুদ্ধে বিরল রেকর্ড গড়ে কিংবদন্তীদের তালিকায় ধাওয়ান]

ওই দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে এখনও গায়ের লোম খাঁড়া হয়ে যায় আদিল রাজের৷ জানান, সেদিন আবুধাবির স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ভারতীয় অনুরাগীদের দেখেই অনুপ্রাণিত হন তিনি৷ লক্ষ্য করেন, পাক জাতীয় সঙ্গীতকে যথাযোগ্য সম্মান দিচ্ছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা৷ এরপরেই তাঁর মনে নতুন কিছু করার ইচ্ছা জাগে৷ ভারতে জাতীয় সংগীতে তিনিও গলা মেলান৷ সেই ভিডিও নিজেই আবার পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়৷ এমন অভিনব ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷ প্রতিবেশী দেশ, বিশেষ করে যাদের পারস্পরিক শত্রুতা সর্বজনবিদিত, তেমন দেশের জাতীয় সংগীতকে সম্মান জানানোর জন্য আদিল রাজের প্রশংসায় পঞ্চমুখ সকলেই৷

[বলিউডে পা রাখছেন বিরাট! প্রকাশ্যে ছবির পোস্টারও]

কেমন ভাবে শিখলেন ভারতের জাতীয় সংগীত? আদিলের জবাব, করণ জোহরের সিনেমা থেকে৷ অর্থাৎ বিখ্যাত বলিউড সিনেমা ‘কভি খুশি কভি গাম’ থেকেই ভারতীয় জাতীয় সঙ্গীত কণ্ঠস্থ করেছেন তিনি৷ পাক প্রধানমন্ত্রীর মসনদে বসে ইমরান খান বলেছিলেন, ‘ভারত এক কদম এগোলে, পাকিস্তান দু’কদম এগোবে’৷ প্রধানমন্ত্রীর এই উক্তিকে বিশ্বাস করেন আদিলও৷ তাঁর বিশ্বাস, ক্রিকেটের মাধ্যমেই দুই দেশের সমস্যার সমাধান সম্ভব৷ রবিবাসরীয় বিকালে এশিয়া কাপে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাক৷ রবিবারও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আদিল রাজ৷ এদিন নতুন কিছু করার ইচ্ছা রয়েছে তাঁর৷ জানালেন, রবিবারের ম্যাচে ভারত ও পাকিস্তানের পতাকা একসঙ্গে ওড়াতে চান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement