Advertisement
Advertisement
Pakistan

নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, আইসিসি-র মিটিংয়ে প্রস্তাব দেবেন জাকা আশরফ

পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে টালবাহানা চলছে।

Pakistan Cricket Board's acting chairman Zaka Ashraf to push for Pakistan's World Cup matches at neutral venue । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 10, 2023 9:02 pm
  • Updated:July 10, 2023 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে (World Cup 2023) পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। চলতি সপ্তাহে ডারবানে বসছে আইসিসি-র মিটিং। সেখানেই এই প্রস্তাব দেবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান জাকা আশরফ (Zaka Ashraf)। পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি (Ahsan Mazari) এমনটাই দাবি করেছেন। তিনি বলছেন, ”এশিয়া কাপে অংশগ্রহণের জন্য ভারত আসবে না পাকিস্তানে, তাহলে পাকিস্তান কেন বিশ্বকাপে খেলতে ভারতে যাবে? আইসিসি-র মিটিংয়ে এই বিষয়টা সামনে আনবেন জাকা আশরফ।”

এশিয়া কাপ খেলতে পাক-মুলুকে যাবে না ভারতীয় দল। তার জন্য হাইব্রিড মডেল বের করা হয়। এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু সেখানেই ম্যাচের সংখ্যা কম। এদিকে বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশিত হওয়ার আগে থেকেই পাকিস্তান বলে আসছে তারাও ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। তার বদলে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। পরিস্থিতি এখন যা, তাতে পাকিস্তানের প্রতিনিধি দল ভারতের ভেন্যু পর্যবেক্ষণ করতে আসবে।
পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো একটি কমিটির নেতৃত্ব দিচ্ছেন। মোট ১১ জন নেতাকে নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। যার অন্যতম সদস্য এহসান মাজারিও। এই কমিটি আলোচনা করবে ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কিনা। কমিটির সদস্যরা নিজেদের মতামত জানাবেন প্রধানমন্ত্রীকে। শেষ সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রীই। 

Advertisement

[আরও পড়ুন: ঘরোয়া টুর্নামেন্টে এই দলকে এবার নেতৃত্ব দেবেন নাইট অধিনায়ক নীতীশ রানা]

 

এদিকে জাকা আশরফ এবং সলমন তাসির আইসিসি-র মিটিংয়ের জন্য ডারবানে রয়েছেন। সেখানে নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ খেলতে না আসার বিষয়টা উত্থাপ্পন করা হবে। মাজারি বলছেন, ”ভারত যদি এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল না পাঠায়, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো হোক। ভারত যদি নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে না আসে, তাহলে আমাদেরও একই সমস্যা হতে পারে।” 

[আরও পড়ুন: নতুন মরশুমের দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্সের নামী গোলকিপারকে নিচ্ছে লাল-হলুদ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement