Advertisement
Advertisement

ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েও মন খারাপ লি-র

২০১৫-তে লিয়েন্ডার হিঙ্গিসকে নিয়ে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন খেতাব৷ এবারের ফরাসি ওপেন নিয়ে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতলেন লিয়েন্ডার পেজ৷ এর মধ্যে দশবার মিক্সড ডাবলসে৷

paes-hingis beat sania mizra to clinch the french open trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 3:48 pm
  • Updated:July 11, 2018 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লাভস অক্ষুণ্ণ থাকল৷
মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে ফরাসি ওপেনে মিক্সড ডাবলসের খেতাব জিতলেন লিয়েন্ডার পেজ৷ হিঙ্গিস থাকলে খেতাব আসবে, এটাই আবার প্রমাণিত৷ ফাইনালে অবাছাই ছিল লি-হিঙ্গিস জুটি৷ উল্টো দিকে সানিয়ারা দ্বিতীয় বাছাই৷ লি-রা ৪-৬, ৬-৪ ও ১০-৮ গেমে (টাইব্রেকার) হারালেন সানিয়া-ডডিজ জুটিকে৷
২০১৫-তে লিয়েন্ডার হিঙ্গিসকে নিয়ে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন খেতাব৷ এবারের ফরাসি ওপেন নিয়ে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতলেন লিয়েন্ডার পেজ৷ এর মধ্যে দশবার মিক্সড ডাবলসে৷ কেরিয়ার গ্র্যান্ডস্লামের বৃত্ত সম্পূর্ণ হয়ে গেল লিয়েন্ডার পেজের৷ এর পর তাঁর কী পাওনা থাকতে পারে? অবশ্যই নিজের জুনিয়রদের কাছ থেকে প্রাপ্য সম্মানটুকু তিনি আশা করতেই পারেন৷ ৪২ বছর বয়সেও ধারাবাহিক লিয়েন্ডার৷ তবুও যেন ভারতীয় টেনিস তাঁর প্রতি খুশি নয়৷
লিয়েন্ডারের রিও ওলিম্পিকে অংশ নেওয়া নিয়ে এমনিতেই ধোঁয়াশার শেষ নেই৷ একের পর এক সমস্যা৷ তবে ফরাসি ওপেন জয়ের পর লি’র এই সমস্যা কেটে যাবে বলে আশা করা হয়েছিল৷ কিন্তু সমস্যা মেটাতে পারছেন না লি৷ অবশ্যই সেটা অন্যদের খামখেয়ালিপনার জন্য৷ রোহন বোপন্না বলেছেন, “ওলিম্পিকের আগে যদি এক থেকে দশের মধ্যে ব়্যাঙ্কিং করে ফেলতে পারি তা হলে আমি নিজের পার্টনার বাছব৷ না পারলে লিয়েন্ডারের সঙ্গে খেলব৷” যিনি আন্তর্জাতিক সার্কিটে একেবারেই ধারাবাহিক নন, সেই তিনি নাকি লিয়েন্ডারকে বাছবেন কি না ভাবছেন! গতবার লন্ডন ওলিম্পিকের আগেও একইরকম বাতাবরণ তৈরি হয়েছিল৷ যার ফল, ব্যর্থতা৷ এবারও বোপন্নার মতো তারকারা লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধার ব্যাপারে খামখেয়ালিপনা শুরু করেছেন৷ একটানা সাফল্যের পরও অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে লিয়েন্ডারকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement