Advertisement
Advertisement
Yusuf Dikec

‘সোয়্যাগ’ দেখিয়ে অলিম্পিকে পদক, অক্টোবরে ভারতে তুরস্কের সেই ‘ভাইরাল’ শুটার

কেন ভারতে আসছেন ডিকেচ?

Yusuf Dikec to visit India in October
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2024 4:17 pm
  • Updated:September 11, 2024 4:17 pm  

শিলাজিৎ সরকার: আলগোছে ডান হাতে ধরা স্পোর্টস পিস্তল। বাঁ হাত পকেটে ঢোকানো। ৫১ বছর বয়সী মানুষটার মাথায় কাঁচাপাকা অবিন্যস্ত চুল। সাদামাটা চেহারা, কোনও শুটিং গিয়ার নেই। সঙ্গী শুধুমাত্র চশমা এবং ‘ইয়ারবাড’। মাসখানেক আগে এমনই এক চেহারা নিয়ে প্যারিস অলিম্পিকের শুটিং রেঞ্জে দেখা দিয়েছিলেন ইউসুফ ডিকেচ। মুহূর্তের মধ্যেই তুরস্কের এই পিস্তল শুটারের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষত শুটিংয়ের সময় তাঁর অত্যন্ত অনায়াস ভঙ্গিমায় মজে গিয়েছিলেন নেট নাগরিকরা।

১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে এক পয়েন্টের জন্য ফাইনালে ওঠা হয়নি ডিকেচের। আর অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠেও রুপো পেয়েছিলেন তিনি, সেভাল ইলায়েড তারহানকে সঙ্গী করে। তবে ডিকেচের পদক জয়ের থেকেও বেশি প্রচার পায় তাঁর ‘ক‌্যাজুয়াল গেট আপ’।

Advertisement

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে রাজনীতি হয়েছে! পিটি উষার বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

এবার ডিকেচের সেই শৈলীই দেখা যাবে ভারতে! কারণ আগামী ১৩ অক্টোবর থেকে দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে বসতে চলেছে বিশ্বকাপ ফাইনালের আসর। সেখানেই লড়তে আসবেন ডিকেচ। কারণ অলিম্পিক পদকজয়ীরা সরাসরি বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পান। ফলে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে রুপো পাওয়ার সুবাদে সেই সুযোগ পাচ্ছেন ডিকেচ। অবশ্য প্যারিসে পদক না পেলেও ভারতে আসা আটকাত না তাঁর। কারণ এবছর মিউনিখ শুটিং বিশ্বকাপে এই ইভেন্টে সোনা জয়ের সুবাদে আগেই ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন ডিকেচরা।

[আরও পড়ুন: ভারতীয় টেবিল টেনিসে ইন্দ্রপতন, প্রয়াত টিটি-র ‘দ্রোণাচার্য’ জয়ন্ত]

এর আগে ২০০৭ সালে বিশ্ব সেনা গেমসের জন্য ভারতে এসেছিলেন ডিকেচ। হায়দরাবাদে সেই ইভেন্টে রুপোও পান এই ‘ভাইরাল’ শুটার!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement