ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ম্যাট ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন। ভোটে জিতে বিধায়ক হয়েছেন। তারপরেও ভিনেশ ফোগাটকে চাকরি এবং আর্থিক পুরস্কার দেবে হরিয়ানা সরকার। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন কুস্তিগির। অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর দত্তের খোঁচা, যাদের বিরুদ্ধে পথে নেমে ভিনেশ আন্দোলন করেছিলেন আজ তাদের থেকেই সাহায্য নিচ্ছেন।
গত কয়েকমাস উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় কুস্তিগিরের। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ‘বাতিল’ করা হয়। তার পরই কুস্তি থেকে অবসর নেন। অবশ্য লড়াই তার পর শেষ হয়নি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে জুলানা বিধানসভায় লড়েছিলেন। ৬০১৫ ভোটে বিজেপির যোগেশ কুমার হারিয়ে বিধায়ক হয়েছিলেন ভিনেশ। চলতি মাসেই তিনি জানান, প্রথমবার মা হতে চলেছেন।
এহেন পরিস্থিতিতে গত সপ্তাহে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি জানান, ভিনেশকে গ্রুপ-এ’র চাকরি এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। হরিয়ানার নগরোন্নয়ন কর্তৃপক্ষের তরফেও একগুচ্ছ সুযোগসুবিধা পাবেন প্রাক্তন কুস্তিগির। সাইনি বলেছিলেন, “ভিনেশ হরিয়ানার কন্যা। আমরা তাঁর সম্মান কখনই শেষ হতে দেব না। অলিম্পিকে রুপোর পদকজয়ীদের যা যা সুবিধা দেওয়া হয় তার প্রত্যেকটাই দেওয়া হবে ভিনেশকেও।” তবে চাকরি, আর্থিক সাহায্য এবং সুযোগসুবিধার মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে তারকা কুস্তিগিরকে।
হরিয়ানা সরকারের এই সিদ্ধান্ত ঘিরে এবার ভিনেশকে তোপ দাগলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সময় খুব শক্তিশালী। একদিন যারা অহংকার করে বলত পুরস্কারের অর্থ তারা সরকারের মুখে ছুড়ে মারবে, আজ তারাই অর্থের জন্য বিধানসভায় আবেদন করছে।” উল্লেখ্য, প্রাক্তন বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের বিক্ষোভের অন্যতম প্রধান মুখ ছিলেন ভিনেশ। গঙ্গার জলে পদক এবং অন্যান্য সম্মান বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন বিজেপি সরকারকে নিয়েও। এবার সেই ভিনেশকেই একাধিক সম্মান দেবে হরিয়ানার বিজেপি সরকার।
समय बहुत बलवान होता है!!
अहंकार में आकर सम्मान राशि को सरकार के मुँह पे मारने की बात करने वाले आज उसी राशि (पैसे) को पाने के लिए विधानसभा में गिड़गिड़ा रहे हैं।#Haryana #CabinetDecisions
— Yogeshwar Dutt (@DuttYogi) March 30, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.