সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লি পুলিশের নিরাপত্তা ফেরালেন আন্দোলনরত কুস্তিগিররা (Wrestlers)। জানা গিয়েছে, রবিবারই বজরং পুনিয়া (Bajrang Punia), ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও সাক্ষী মালিকের (Sakshi Malik) জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল দিল্লি পুলিশ। তবে সঙ্গে সঙ্গেই তা ফিরিয়ে দেন তিন কুস্তিগির। তাঁদের দাবি, যন্তর মন্তরেই যদি তাঁদের নিরাপত্তা না থাকে, তাহলে গোটা দেশের কোথাও কুস্তিগিররা সুরক্ষিত নন। অন্যদিকে, মঙ্গলবার কুস্তিগিরদের আন্দোলনে সমর্থন জানাতে আসবেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। ইতিমধ্যেই কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন নভজ্যোৎ সিং সিধু, প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতারা।
কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে দীর্ঘদিন ধরেই যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিযোগকারীদের জন্য বিশেষ নিরাপত্তা দিয়েছে দিল্লি পুলিশ। তারপরেই যন্তর মন্তরে ধরনারত কুস্তিগিরদের মধ্যে বজরং, ভিনেশ ও সাক্ষীর জন্য চারজন পুলিশকর্মীকে মোতায়েন করে দিল্লি পুলিশ। প্রাণের ঝুঁকি রয়েছে তিন কুস্তিগিরের, এই কথা জানিয়েই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
তবে নিরাপত্তারক্ষীদের চলে যেতে বলেন কুস্তিগিররা। বজরং পুনিয়া সাফ জানান, “আমাদের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে আমরা নিরাপত্তারক্ষীদের চলে যেতে বলেছি। যন্তর মন্তরেই যদি আমরা সুরক্ষিত না থাকি, তাহলে আমরা কোথাও নিরাপদ নই। কুস্তিগির ভাইবোনদের সঙ্গে মিলে আমরা প্রতিবাদ করছি। আলাদা করে কোনও সুরক্ষার প্রয়োজন নেই।”
আরও জানা গিয়েছে, মঙ্গলবার যন্তর মন্তরে এসে প্রতিবাদে শামিল হবেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। ইতিমধ্যেই কুস্তিগিরদের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন তিনি। প্রসঙ্গত, আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে টিকায়েতের নাম। যদিও ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেনি দিল্লি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.