সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ দায়ের করলেন ৭ জন মহিলা কুস্তিগির (Women Wrestlers)। চলতি বছরের শুরুর দিকেই ভারতের সেরা কুস্তিগিররা যন্তর মন্তরে ধরনা শুরু করেছিলেন। সেই সময়ে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তাঁরা। কিন্তু আইনি পথে কোনও অভিযোগ দায়ের হয়নি বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে। কিন্তু সুবিচার না পেয়ে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটছেন কুস্তিগিররা।
জানা গিয়েছে, শুক্রবার দিল্লির (Delhi) কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। যদিও এখনও এই ঘটনায় এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর দু’দিন কেটে গেলেও কেন এফআইআর করল না দিল্লি পুলিশ, তার জবাব চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন। আরও জানা গিয়েছে, অভিযোগ দায়ের করার পর থেকেই উড়ো ফোন পাচ্ছেন অভিযোগকারিণীদের পরিবারের সদস্যরা।
চলতি বছরের জানুয়ারি মাসে কুস্তি ফেডারেশনের সচিবের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ধরনায় বসেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। তাঁদের মধ্যে ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো অলিম্পিক পদকজয়ীরাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে এই সমস্যা মেটানোর জন্য বিজেপি সাংসদ ও কুস্তিগির ববিতা ফোগাটকে দায়িত্ব দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও দেখা করেন প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে। অবশেষে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ইতিমধ্যেই অভিযোগের তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট পেশ করেছে এই কমিটি। যদিও সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি।
সূত্র মারফত জানা গিয়েছে, কমিটির কাজে সন্তুষ্ট হতে পারেননি প্রতিবাদী কুস্তিগিররা। সেই জন্যই ফের নতুন করে এই অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে। কুস্তিগিরদের দাবি, মোদি সরকারের প্রতি তাঁদের বিশ্বাস ছিল। কিন্তু সরকারি কার্যকলাপের উপর আর তাঁরা আস্থা রাখতে পারছেন না। তাই আগের বার আইনি লড়াইয়ের পথে না হাঁটলেও এবার অন্য পদক্ষেপ করবেন তাঁরা। সেই জন্যই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.