সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই গঙ্গার জলে পদক বিসর্জন নয়। মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিলেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়ারা (Bajrang Punia)। আপাতত কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা দিয়েছেন তাঁরা। অভিযুক্ত ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন্দ্রকে, এমনই দাবি কুস্তিগিরদের। মঙ্গলবার কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কৃষক আন্দোলনের নেতা নরেশ টিকায়েত। তারপরেই এই সিদ্ধান্ত নেন সাক্ষীরা। এমনকি, তাঁদের সমস্ত পদক আপাতত নিজের কাছেই রেখেছেন কৃষক নেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.