Advertisement
Advertisement

Breaking News

Vinesh Phogat

বজরং-বীরেন্দ্রর পথে ভিনেশ ফোগাটও, ফেরাচ্ছেন খেলরত্ন-অর্জুন পুরস্কার

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি ভিনেশের।

Wrestler Vinesh Phogat will Return National Awards and writes an open letter to Prime Minister Narendra Modi । Sangbad Pratidin

গর্জে উঠলেন ভিনেশ। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 26, 2023 7:41 pm
  • Updated:December 26, 2023 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদ্মশ্রী ফিরিয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া। বধির কুস্তিগির বীরেন্দ্র সিংও পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নেন। এবার মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাটও (Vinesh Phogat) স্থির করেছেন তিনি জাতীয় সম্মান ফিরিয়ে দেবেন। খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভিনেশ। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে খোলা চিঠিও দিয়েছেন তিনি।
ধিকি ধিকি করে জ্বলছিল আগুন। মাঝে তা প্রশমিত হয়েছিল বটে। কিন্তু ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিজনেস পার্টনার সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রধান হতেই প্রতিবাদের আগুন আবার জ্বলে ওঠে। সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার পর বড় সড় ঘোষণা করেছিলেন বজরং পুনিয়া। জানিয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার তিনি ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। 

[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার জের, বড় শাস্তির মুখে সুমিত নাগাল]

পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্য বজরং পুনিয়া (Bajrang Punia) প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হন। কিন্তু মোদির বাসভবনের কাছাকাছি পৌঁছনোর পরে তাঁকে বাধা দেয় দিল্লি পুলিশ। প্রতিবাদ স্বরূপ মোদির বাসভবনের কাছের ফুটপাথে পদ্মশ্রী পুরস্কার রেখে চলে আসেন বজরং পুনিয়া।
এবার বজরংদের রাস্তাতেই হাঁটলেন ভিনেশ। প্রধানমন্ত্রীকে আবেগঘন এক খোলা চিঠি পাঠিয়েছেন ফোগাট। সেখানে তিনি লিখেছেন, শুধুমাত্র সরকারি বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্যই কি মহিলা কুস্তিগিরদের ব্যবহার করা হবে? খোলাখুলি জানিয়েছেন, সম্মান-মর্যাদা নিয়েই বাঁচতে চান তিনি। সেই কারণেই সরকারের দেওয়া খেলরত্ন-অর্জুন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজধানীর রাজপথে বীনেশ-বজরংদের নিগ্রহ করেছিল দিল্লি পুলিশ। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। গোটা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা ছিলেন প্রতিবাদের মুখ। কিন্তু যে কারণে তাঁরা প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছিলেন, তার সুরাহা হয়নি দেখার পরে আর স্থির থাকতে পারেননি। সরকারের কাছ থেকে পাওয়া একের পর এক সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারকা কুস্তিগিররা। বজরং-বীরেন্দ্রর পরে খেলরত্ন ও  অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভিনেশও। 

[আরও পড়ুন: ঝাপসা দৃষ্টি নিয়ে বিশ্বকাপে খেলেছিলেন, বিস্ফোরক দাবি শাকিবের]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement