ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা না হলেও অন্তত রুপো নিয়ে ঘরে ফিরুন ভিনেশ ফোগাট। অলিম্পিকে পদক জিতুন ভারতের কন্যা। এই দাবিতে বিশ্ব কুস্তির সর্বোচ্চ সংস্থার কাছে আবেদন জানিয়েছিল ভারতের কুস্তি ফেডারেশন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিশ্ব কুস্তি সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই ভারতীয় কুস্তিগিরকে পদক দেওয়া সম্ভব নয়। খেলার নিয়ম জানেন প্রত্যেক কুস্তিগিরই। সেই নিয়ম মেনেই সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ সংস্থাকে।
বুধবার মার্কিন কুস্তিগিরের বিরুদ্ধে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামার কথা ছিল ভিনেশের। কিন্তু প্যারিসের স্থানীয় সময় সকালে ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন বেড়ে গিয়েছে। ৫০ কেজি বিভাগে তাঁর নামার কথা কিন্তু ওজন করার সময় দেখা যায় একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে। নিয়ম অনুযায়ী, কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে। ইউডব্লিউডব্লিউ-এর নিয়ম অনুযায়ী, ভিনেশ ফোগাট সবার শেষে শেষ করছেন প্রতিযোগিতা।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে আবেদন করে ভারতের কুস্তি ফেডারেশন। ভিনেশ যেহেতু ফাইনাল পর্যন্ত উঠেছেন, তাই তাঁকে রুপোর পদক অন্তত দেওয়া হোক। কিন্তু বিশ্ব কুস্তি সংস্থার প্রধান নিনাদ লালোভিচ জানিয়ে দেন, এমনটা করা সম্ভব হবে না। কারণ সকল কুস্তিগিরই জানেন যে প্রতিযোগিতার দুদিনই ওজনের পরীক্ষায় পাশ করতে হবে। তা সত্ত্বেও নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভারতীয় কুস্তিগির।
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করলেও লালোভিচ জানান, নিয়মের উর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রতিযোগিতার যা নিয়ম সেটা মানতেই হবে। তাই সিদ্ধান্ত বদল বা প্রত্যাহার করার কোনও সম্ভাবনা নেই। খুব কম হলেও ভিনেশের ওজন সীমার বাইরে ছিল। সমস্ত অ্যাথলিটদের উপস্থিতিতেই ওজন পরীক্ষা করা হয়। তাই সিদ্ধান্ত বদলেরও কোনও সম্ভাবনা নেই। তাই ফাইনালে উঠলেও খালি হাতে দেশে ফিরতে হবে ভিনেশকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.