সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের (World Wrestling Championship) ট্রায়াল ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। ৫৯ কেজি বিভাগে যোগ্যতা অর্জনে লড়ছিলেন পূজা ঢান্ডা ও মানসী। কিন্তু আচমকা থমকালো খেলা। যেহেতু তখন গেরুয়াধারী সাধুরা হাজির হয়েছেন সাই কমপ্লেক্সে (SAI Complex)। সোমবার এই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ শহরে। সাধুদের আশীর্বাদ নেওয়ার পরেই ফের শুরু হয় প্রতিযোগিতা। এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (Sports Authority of India) লখনউ শহরের অনুশীলন কেন্দ্রে তখন ব্যস্ত খেলোয়াড় ও কোচেরা। কে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্ব চাম্পিয়নশিপে, তা ঠিক করতে নেমে পড়েছেন পূজা ও মানসী। লড়াই তুঙ্গে। কিন্তু লড়াইয়ের বয়স যখন ৫৪ সেকেন্ড তখনই বাঁশি রেফারির। থমকালো খেলা। কিন্তু কেন? টেকনিক্যাল কারণে বা কোনও খেলোয়াড় চোট পেয়েছেন বলে কি? না, তেমন কিছু ঘটেনি। আসলে একদল সাধু হাজির হয়েছেন তখন অনুশীলন কেন্দ্রে।
জানা গিয়েছে, অযোধ্যার হনুমান গর্হি মঠের সাধুরা এদিন অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। যদিও ধর্মগুরুরা এসে পৌঁছনোর আগেই শুরু হয়ে যায় খেলা। কিন্ত তাঁরা এসে পড়তেই মাঝপথে থামিয়ে দেওয়া হয় প্রতিযোগিতা। গোটা বিষয়টি হয় ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের নির্দেশে। সাধুরা এসে পড়তেই তিনি রেফারিকে খেলা থামাতে বলেন।
সোফায় বসে মাইক হাতে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ বলেন, “অল্প সময় নেওয়া হবে। সাধুরা এসেছেন। তাঁরা সবাইকে দ্রুত আশীর্বাদ দিয়ে চলে যাবেন। তার পরে আবার প্রতিযোগিতা শুরু হবে।” ব্রিজভূষণের নির্দেশ মতো খেলা ও অনুশীলন থামিয়ে সোফায় বসা সাধুদের সামনে আসেন খেলোয়াড়রা। সাধুদের আশীর্বাদ গ্রহণ করেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.